তজুমদ্দিনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্ভোধন

প্রথম পাতা » তজুমদ্দিন » তজুমদ্দিনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্ভোধন
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯



ছবিঃ তজুমদ্দিন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্ভোধন অনুষ্ঠানে অতিথিবৃন্দতজুমদ্দিন প্রতিনিধি ॥ ভোলাবাণীঃ

উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ‘ বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি’ এই প্রতিপাদ্যে ভোলার তজুমদ্দিনে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্ভোধন করা হয়েছে।

সোমবার বেলা ১১ ঘটিকায় উপজেলা অডিটরিয়ামে নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আলম সাজু, উপজেলা আ’লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য পেশ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাওকত আলী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পল্লী দারিদ্র বিমোচণ কর্মকর্তা বাবু মনোরঞ্জণ দে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁচড়া ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান, আনসার ও ভিডিপি কর্মকর্তা সাকিবুল হাসান, সহকারী মৎস্য কর্মকর্তা আমির হোসন, সাবেক অধ্যক্ষ আলতাফুর রহমান, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। মেলা ২৯ এপ্রিল শুরু হয়ে চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১০টি ষ্টল মেলায় অংশ নেয়।

বাংলাদেশ সময়: ৮:৩৭:২১   ১৭৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
তজুমদ্দিনে গণহত্যা দিবস পালিত ॥
তজুমদ্দিনে প্রতিবন্ধী শিশুকে শিকল দিয়ে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ ॥
তজুমদ্দিনে সরকারি চাল উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন
তজমদ্দিনে পল্লীসেবার আয়োজনে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত ॥
তজুমদ্দিনে সরকারি ২৪ বস্তা চাল উদ্ধার ॥ তদন্ত কমিটি গঠন
তজুমদ্দিনে যুব উৎসব পালিত ॥

আর্কাইভ