রবিবার, ১৪ এপ্রিল ২০১৯

বাংলা নতুন বছর উপলক্ষ্যে গুগল ডুডল’র বিশেষ শুভেচ্ছা

প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » বাংলা নতুন বছর উপলক্ষ্যে গুগল ডুডল’র বিশেষ শুভেচ্ছা
রবিবার, ১৪ এপ্রিল ২০১৯



---ভোলাবাণীঃ

পহেলা বৈশাখে বাংলা নতুন বছর উপলক্ষ্যে বিশেষ শুভেচ্ছা ডুডল প্রকাশ করেছে। গুগলের হোমপেজে এ বিশেষ ডুডল প্রদর্শিত হচ্ছে।

বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করা হয় তাকে ডুডল বলা হয়।

গুগল বিভিন্ন উৎসব ও দিবসে ডুডল বিশেষ ডুডল প্রকাশ করে থাকে।

বাংলা নববষর্ উপলক্ষ্যে এবার তাই পহেলা বৈশাখ নিয়ে ডুডল প্রকাশ করেছে গুগল। এর আগে চলতি বছর ২৬ মার্চ, ২১ ফেব্রুয়ারি নিয়েও ডুডল প্রকাশ করেছিলো তারা।

এবারের ডুডলে ফুটিয়ে তোলা হয়েছে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। সবুজ জমিনের ওপর রঙিন শোভাযাত্রাটি রাজধানীর চারুকলা থেকে বের হওয়ার আদলে ডুডলে শোভা পেয়েছে।

দেখা যাচ্ছে রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতির শোভাযাত্রা। সেইসঙ্গে শোভা পাচ্ছে কাগজের তৈরি ঘোড়া, যা আবহমান বাংলা সংস্কৃতির অংশ।

বাংলাদেশ সময়: ১০:১৪:১৭   ৩২৪ বার পঠিত  |