তজুমদ্দিন টু মনপুরা নৌ-পথে সি-ট্রাক বন্ধ; যাত্রী দূর্ভোগ চরমে

প্রথম পাতা » তজুমদ্দিন » তজুমদ্দিন টু মনপুরা নৌ-পথে সি-ট্রাক বন্ধ; যাত্রী দূর্ভোগ চরমে
শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯



তজুমদ্দিনে ঘাটে আটকা পড়া যাত্রী ও মালামাল।তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ॥

ভোলার তজুমদ্দিন টু মনপুরার নৌ-পথে একমাত্র যোগাযোগ মাধ্যম সি-ট্রাক দীর্ঘদিন অচল থাকায় সম্পূর্ণরুপে যাতায়াত বন্ধ হয়ে গেছে। জেলা সদরের সাথে মনপুরা উপজেলার একমাত্র যাতায়াত মাধ্যমে বিকল্প ব্যবস্থা না থাকায় সরকারী চাকরিজীবিসহ সাধারণ যাত্রীরা পড়েছে চরম দূর্ভোগে। আটকা পড়েছে নিত্য প্রয়োজনী মালামাল।

যাত্রী ও ঘাট ইজারাদার সুত্র জানায়, গত কয়েক মাস যাবত তজুমদ্দিন টু মনপুরার নৌ-রুটে একমাত্র চলাচলের মাধ্যম সি-ট্রাকটি বিকল হয়ে সম্পূর্ণরুপে চলাচল বন্ধ রয়েছে। দীর্ঘ চার মাস যাবত সরকারী সি-ট্রাক নস্ট থাকায় ইজারাদার স্টীলবডি একতলা লঞ্চ দিয়ে যাত্রী ও মালামাল পারাপারের ব্যবস্থা করেন। তাও ১৫ মার্চ থেকে সম্পূর্ণরুপে বন্ধ রয়েছে। এদিকে জেলা পরিষদ থেকে লিখিত অনুমতি নিয়ে মালামাল পারাপার করার সময় অন্যকোন মাধ্যম না থাকায় স্টীলবডি খেয়া ট্রলারে কিছু মানুষ যাতায়াত করছিল। কিন্তু ১১ মার্চ সকালে মনপুরা উপজেলা নির্বাহি কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে খেয়া ট্রলার মালিক ও মাঝীকে অভ্যন্তরীন নৌঃ চঃ অঃ এর ৬৬ ও ৬৭ ধারায় ৮০ (আশি) হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। যে কারণে বর্তমানে সম্পূর্ণরুপে যাত্রী ও মালামাল পারাপার বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প ব্যবস্থ না থাকায় চরম বিপাকে পড়েছে এই রুটে চলাচলকারী যাত্রী ও ব্যসায়ীরা। এ কারণে তজুমদ্দিন ও ভোলা জেলা সদরের সাথে নৌ-পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে মনপুরা উপজেলার। এদিকে যাত্রীরা অভিযোগ করেন, সি-ট্রাক ইজারাদার বেশি লাভের আশায় সি-ট্রাক নষ্টের বাহানা ধরে নৌকার মালিকদের সাথে রফাদফা করে তা বন্ধ রাখেন। প্রতি বছরের অধিকাংশ সময় সি-ট্রাকটি নষ্ট দেখিয়ে ঘাটে বসিয়ে রাখেন। সি-ট্রাক ইজারাদার মোঃ রাব্বী জানান, যান্ত্রিক ত্রুটির কারণে যাতায়াত বন্ধ রয়েছে। সমাধানের চেস্টা চলছে।

শশীগঞ্জ ঘাট ইজারাদার মোঃ সিরাজ মেম্বার জানান, বিআইডব্লিউটিএ তজুমদ্দিন টু মনপুরা নৌপথের সি-ট্রাককে কেন্দ্র করেই ঘাট ইজারা দেয়। এ বছর ২৬ লক্ষ টাকা ইজারা নেয়া হয়েছে। সম্পূর্ণরুপে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী ও ব্যবসায়ীরা পড়েছে চরম বিপাকে ।।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:২২   ৩০৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
তজুমদ্দিনে গণহত্যা দিবস পালিত ॥
তজুমদ্দিনে প্রতিবন্ধী শিশুকে শিকল দিয়ে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ ॥
তজুমদ্দিনে সরকারি চাল উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন
তজমদ্দিনে পল্লীসেবার আয়োজনে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত ॥
তজুমদ্দিনে সরকারি ২৪ বস্তা চাল উদ্ধার ॥ তদন্ত কমিটি গঠন
তজুমদ্দিনে যুব উৎসব পালিত ॥

আর্কাইভ