প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শনিবার, ৬ এপ্রিল ২০১৯



---স্টাফ রিপোর্টার (ভোলাবাণী):

ভোলায় অ্যাডভোকেট ইউনুুছ মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর নবীর উপর হামলার প্রতিবাদে শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

প্রধান শিক্ষকের উপর হামলার বিচারের দাবি জানিয়ে ডিসির কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। ডিসির আশ্বাসের পর তারা স্থান ত্যাগ করেন।

এসময় শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ের সামনে স্থানীয় চঞ্চল নামের এক লোক দীর্ঘ দিন ধরে চটপটি বিক্রি করে আসছেন। কিন্তু তার দোকানে এলাকার বখাটেরা বসে বিদ্যালয়ের মেয়েদের উত্যক্ত করত। তাই তাকে চটপটি বিক্রিতে বাঁধা দেয়ায় বুধবার বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মহিউদ্দিনকে মারধর ও লাঞ্চিত করা হয়।

এ ঘটনায় শনিবার সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মেহেদী হাসান, স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন ও মহিলা ইউপি সদস্যের প্রতিনিধি মো. মনিরসহ সালিশে বসে। এ অবস্থায় চঞ্চল কিছু বহিরাগত সন্ত্রাসী নিয়ে বিদ্যালয়ের লাইব্রেরিতে প্রবেশ করে প্রধান শিক্ষকের সঙ্গে গালমন্দ করতে থাকে। এক পর্যায়ে চঞ্চলের সঙ্গে থাকা বহিরাগত সন্ত্রাসী বজলু, কিরণ ও ইয়ামিন চেয়ার দিয়ে প্রধান শিক্ষকের উপর হামলা চালায়। এতে প্রধান শিক্ষক গুরুতর আহত হলে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শিক্ষার্থীরা জানায়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ ঘটনার সুষ্ঠু বিচার করা না হলে কঠোর আন্দোলনে যাবে।

ভোলা সদর মডেল থানার ওসি মো. ছগির মিঞা বলেন, শিক্ষককে মারধরে ঘটনা আমি শুনেছি। আমাদের কাছে অভিযোগ এসেছে। আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

বাংলাদেশ সময়: ১৭:৩৬:৫৪   ২৭২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন

আর্কাইভ