রাজস্বের বেতন-ভাতার দাবিতে ভোলায় বিআরডিবি কর্মীদের মানববন্ধন।

প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজস্বের বেতন-ভাতার দাবিতে ভোলায় বিআরডিবি কর্মীদের মানববন্ধন।
বুধবার, ৩ এপ্রিল ২০১৯



---আদিল হোসেন তপু।।ভোলাবাণী।। বিশেষ প্রতিনিধি।।

জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী সংসদ (বিআরডিবি) রাজস্বের বেতন-ভাতার দাবিতে ভোলায় মানববন্ধন করেছেন কর্মীরা।

বুধবার সকালে ‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’, ‘সংগঠনই শক্তি, গণতন্ত্র মুক্তি’ স্লোগানে জেলা বিআরডিবির আয়োজনে এ মানববন্ধন হয়।
এসময় বক্তারা বলেন, আমরা রাজস্ব বেতন-ভাতা থেকে বঞ্চিত। আয় করে সুদের কমিশন খায়, এরকমের নিয়ম কোথাও নেই। প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে একমাত্র বিআরডিবিই ছিল সরকারের দারিদ্র্য বিমোচনের কমসূচি।

বক্তারা আরো বলেন, সংগঠনটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেছিলেন, তার প্রতিষ্ঠিত সংগঠন আজ কোন অবস্থান রয়েছে। বিআরডিবিকে অনুসরণ করে বাংলাদেশে অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানের জন্ম হয়েছে এবং অনেক প্রতিষ্ঠান সরকারের সুনজরে অধিদফতরে রুপান্তরিত হয়েছে।

অথচ মাদার অর্গানাইজেশন হিসেবে বিআরডিবি কর্তৃপক্ষ সরকারের সু-দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হয়ে বর্তমানে নিঃস্ব প্রতিষ্ঠানে রুপ নিয়েছে। বিআরডিবির বিভিন্ন প্রকল্পে কর্মরত উচ্চ শিক্ষিত একঝাঁক কর্মী আজ আয় থেকে দায় প্রথা পদ্ধতির যাঁতাকলে পিষ্ট।

দুঃখ ও পরিতাপের বিষয় যারা গ্রামীণ জনগোষ্ঠীর আর্তসামাজিক উন্নয়নে কাজ করছেন তাদের নিজেদের আর্থ-সামাজিক অবস্থার চরম অবনতি হয়েছে। মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-নজরে আমরা রাজস্ব বোর্ড থেকে বেতন-ভাতা পাবো বলে বিশ্বাস করি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিআরডিবির ভোলা জেলা শাখার সভাপতি মো. আলমগীর, সাধারণ সম্পাদক জয়ন্তী রানী দাস। নুরনবী বাহার, মো. রবিউল ইসলাম, মো. ফরিদসহ ভোলার সব উপজেলার বিআরডিবির কর্মচারীরা। পরে মানববন্ধন শেষে ডিসির মাধ্যমে স্মারকরিপি প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৪:৪৯:১০   ২০৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ