আত্মত্যাগে অনন্যরা দিয়েছে পতাকা

প্রথম পাতা » সর্বশেষ সংবাদ » আত্মত্যাগে অনন্যরা দিয়েছে পতাকা
বুধবার, ২৭ মার্চ ২০১৯



---কবিঃ নায়লা পাইলট।।

বায়ান্নর ফেব্রুয়ারিতে আন্দোলন শুরু হলো

মাতৃভাষার দাবিতে টগবগে যুবকের দল,

ভয়ের কালো মেঘে ভেসে গেল

মিছিলে মিছিলে ঢাকা শহর প্রকম্পিত হলো।

আত্মবলিদানে অনন্য যারা

সালাম,রফিক, শফিক, বরকত, জব্বার

তাজা রক্তে লেখা ছিল একটি

বিজয়ের উপাখ্যান–

” মায়ের ভাষা - বাংলা ভাষা”

মাতৃভাষা বাংলা চাই।

তারপর ‘৬৬ এর গন অভ্যুত্থান

ছাত্রদল গ্রেফতার গুলির শব্দে নিস্তব্ধতায়

ঢাকা শহর, দামাল ছেলেরা সাহসী ভূমিকায়,

নির্ভীক তরুণেরা রাজপথ দখল করে জয় রুপে

নিশানা হাতে নিয়ে বুকে তাজা রক্ত দিল সপে।

আসাদের রক্তেমাখা শার্ট

ছিনিয়ে আনলো বঙ্গবন্ধুর

আগরতলা মামলার গর্বিত

সেই বিজয় নিশান ।

তোমরা অমর অন্যন্য রয়ে গেলে দেশে

ঋণী হয়ে থাকব মোরা পাশে,

হারিয়ে যাবে না, শস্য ফোলাব ভূমি চাষে

সমুদ্রে যেও না কভু ভেসে।

৭১ ভয়ার্ত কালো রাত ঝড়ো হাওয়া উদ্যান

বিভিষীকাময় চরম উপাখ্যান,

বিশ্ব দেখে বিস্মিত মায়ের কোল খালি করে

দুধের শিশুকে গুলিতে ঝাঁঝরা করে হৃৎপিণ্ড

মায়ের বুক থেকে ছিনিয়ে করল তারা সন্তান হারা।

ব্যাকুলতা শোনেনি পাষাণ হৃদয় আর্তনাদ

ভেঙে ফেলেছিল মুক্তিরা তাদের বিষদাঁত,

সোনার বাংলার সবুজের লাবণ্য হল ভয়ার্ত

দেশবাসীরা ছিল সোনার বাংলার ক্ষুধার্ত।

বাবার সামনে যুবতীর ইজ্জতভ্রষ্ট

মর্মান্তিক দৃশ্য দেখে প্রকৃতি ছিল ক্ষিপ্ত,

মা আঁচল দিয়ে চোখ মুছে ছেলের হাতে পিস্তল তুলে দিয়ে মন করে শান্ত

দানবকে তাড়িয়ে দিয়ে তারা হয়েছেএবার বড় তৃপ্ত।

স্বাধীনতা পাগল ছেলেটি ফিরে আসেনি

সহ্য করতে না পেরে হলো মায়ের মৃত্যু

এ দহন যন্ত্রণা সয়েছি মোরা সত্য,

বাংলা মা - আমার বাংলাদেশ, পতাকা ছিনিয়ে আনে হয়নি ক্লান্ত

নির্বাক নিস্পলক তাকিয়ে শকুনেরা হলো ক্ষান্ত।

পাহাড়ের নির্ভীকতায় জয় করে

সয়েছে নির্মম অত্যাচার

পাষবিকতার এপিসোড বুক পেতে নিয়েছিল

মাটি মা আমার অনাচার।

মহানায়ক নেতাকে কারাগারে বন্দী

করে পতাকা দিয়েছে রক্তের বিনিময়ে করেছিল অনেক ফন্দি।

আজ স্বাধীন আমি,আমার বাংলাদেশ লাল সবুজ পতাকা অর্জন করল দৃশ্য মনোহর

খুশিতে আত্মহারা অনাগত বংশধর ।

আত্মা জাগে আজ বিজয়ের মাসে

বলিদান দিতে শতরূপে শতবেশে,

ধরণীতলে অন্যবেশে আলোকিত মানবেরা বারবার ফিরে আসে

আকাশে বাতাসে উড়ে বেড়ায় আশেপাশে।

উজ্জ্বল স্বপ্ন পূরণ করতে

ভালবাসা প্রিয়সী পারেনি ধরে রাখতে,

নিমেষেই শেষ করেছিল নীলনকশাফন্দি

হায়েনাদের করেছিল বোতলবন্দী ।

তাদের আত্মাত্যাগে অন্যন্যরা দিয়েছে মোদের স্বাধীন পতাকা হই শুকতারা

প্রতিনিয়ত তাঁদের শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় ভরপুর হৃদয়ের রাজপ্রাসাদে থাকবে ধ্রুবতারা।

বাংলাদেশ সময়: ৯:২৭:৩৫   ৩৫৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সর্বশেষ সংবাদ’র আরও খবর


চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ॥ ১ জনের মনোনয়ন বাতিল ॥
এসএসসির ফলাফল জানা যাবে যেভাবে

আর্কাইভ