রবিবার, ২৪ মার্চ ২০১৯

তজুমদ্দিনে উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের উপর হামলা।।হাসপাতালে ভর্তি-৫

প্রথম পাতা » প্রধান সংবাদ » তজুমদ্দিনে উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের উপর হামলা।।হাসপাতালে ভর্তি-৫
রবিবার, ২৪ মার্চ ২০১৯



তজুমদ্দিনে নির্বাচনী সহিংসতায় আহত সেলিম।হেলাল উদ্দিন লিটন।।ভোলাবাণী।।তজুমদ্দিন প্রতিনিধি ।।

ভোলার তজুমদ্দিনে উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। ৫ জনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী মোশারেফ হোসেন দুলাল জানান, রবিবার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর চৌধুরী বাড়ি এলাকায় আনারস প্রতীকের পোষ্টাল ছিড়ে ফেলার প্রতিবাদ করলে আমার সমর্থকদের মারপিট করে নৌকার সমর্থকরা। হাসপাতালে ভর্তি সেলিম (৪৫) জানান, বলাই বাবুল, ফারুক চৌধুরী ও রিজনের নেতৃত্বে ১০/১৫ মিলে লাঠিসোটা ও দেশিয় অস্ত্র নিয়ে আমাদেরকে এলোপাতাড়ি মারপিট করে কুপিয়ে জখম করে। এ ঘটনায় প্রায় ১০/১২ জন আহত হয় এদের মধ্যে ৫জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি আহতরা হলো, সেলিম (৪৫), মোঃ হাসান (৩০), রিনা বেগম (৩২), সালমা (২৬), ইব্রাহীম (২৮)। তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন, সোনাপুর এলাকায় পোষ্টাল লাগানো নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে ঘটনা¯’লে গিয়ে কাউকে পাওয়া যায়নি। কোন পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।

বাংলাদেশ সময়: ১৯:২১:১২   ২৯১ বার পঠিত  |