উৎসব মুখর পরিবেশে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত ভোলার সরকারি বালিকা বিদ্যালয়ে।

প্রথম পাতা » প্রধান সংবাদ » উৎসব মুখর পরিবেশে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত ভোলার সরকারি বালিকা বিদ্যালয়ে।
বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯



 

---মো:তৈয়বুর রহমান(॥ভোলাবাণী )॥

শিক্ষার্থীদের ব্যক্তিত্ব ও নেতৃত্বের বিকাশ, গণতন্ত্রের চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তোলার লক্ষ্যে নিয়ে সারা দেশের ন্যায় ভোলায় উৎসব মুখর ও শান্তিপূর্ন পরিবেশের মধ্যে দিয়ে প্রায় আড়াইশ শিক্ষা প্রতিষ্ঠানে ‘স্টুডেন্টস কেবিনেট’ নির্বাচন অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে ৯টার দিকে এ নির্বাচন শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোলা জেলার সকল মাধ্যমিক ও দাখিল মাদরাসায় আয়োজনের ষষ্ঠ থেকে দশম শ্রেনীর যেকোনো ছাত্র-ছাত্রী নির্বাচনে প্রার্থী হয়েছে। একজন ভোটার সর্বোচ্চ আটটি ভোট দিয়েছে। সকালে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রভাতি-দিবা শাখার ১২ শ ভোটার ভোট দিয়ে দুই শাখার ১৬ জন প্রার্থী নির্বাচিত করেন। এরা হলেন (দিবা) শাখার- আফিফা মোস্তারি (১৩২),জান্নাতুল ফেরদৌস ফিকা (৯৬),বিবি আচিয়া চাঁদনী (১২৭) আফিফা বিনতে তোফাজ্জল-১২৭,মহিমা আক্তার অহনা (১৩৬), তাসনিমা আজিম রিমি সর্বেেচ্চা-১৮১ ভোট,সুজানা করিম ঐশী-১৫৯ ভোট,সুমাইয়া ৯৯ ভোট পেয়েছে।
প্রভাতি শাখায়া বিজয়ী হয়েছেন- সায়মা কবির অনিকা (১৫৫),নাবিলা নূর (১৪০),বিবি মরিয়ম মিহা (১৩০),ফাহমিদা রহমান(১২৪),মহিয়া সিকদার মীম( ১২১),উম্মে হাবীবানিশাত (১২০)লুবাবা খান (১১৯),ফাতেমা ফায়েজ বিসমি (১১৫) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সর্বমোর্ট প্রাথী ছিলো ৩১ জন।
এসময় বিজয়ী হওয়া শিক্ষার্থী তাসনিমা আজিম রিমি জানায় বলেন, ‘স্টুডেন্টস কেবিনেট’ নির্বাচনে অংশ নিতে পেরে আমি খুব আনন্দিত। এই নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের অনেক আত্মবিশ্বাসী হলাম।আশারাখি সামনের দিকে আমরা আমাদের বিদ্যালয়কে এগিয়ে নিতে আমরা সবাই মিলে এক সাথে সুষ্ঠ ভাবে কাজ কারবো। এর ফলে আমাদের বিদ্যালয় আরো এগিয়ে যাবে। এগিয়ে যাবে সকল প্রতিষ্ঠান।
ভোলা সরকারি বালিকা উ”” বিদ্যালয় প্রধান শিক্ষক মো:আযাহারুল হক বলেন,শিক্ষার্থীদের গণতন্ত্রের চর্চা, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা ও শ্রদ্ধা, শিক্ষকদের সহায়তা, শিক্ষার্থীদের ভর্তি ও ঝরে পড়া রোধে সহযোগিতা, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকান্ডে শিক্ষার্থীদের অংশগ্রহন, ক্রীড়া, সংস্কৃতিসহ শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহন নিশ্চিতসহ নানা বিষয়ে সম্পৃক্ত করতে এই স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য,প্রতিষ্ঠানের পরিবেশ সংরক্ষণ- বিদ্যালয়, আঙিনা ও টয়লেট পরিষ্কার এবং বর্জ্য ব্যবস্থাপনা, পুস্তক ও শিখন সামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও সহপাঠ কার্যক্রম, পানিসম্পদ, বৃক্ষ রোপণ ও বাগান তৈরি ইত্যাদি দিবস ও অনুষ্ঠান উদযাপন, অভ্যর্থনা ও আপ্যায়ন এবং আইসিটি এই ৮টি প্রধান দায়িত্ব পালন করবেন আটজন নির্বাচিত প্রতিনিধি ।

বাংলাদেশ সময়: ১৭:৩৯:৩২   ৩৬২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ