চরনিজামে বন্দোবস্ত জমির দখল ফিরে পাওয়ার দাবীতে ভূমিহীনদের মানববন্ধন

প্রথম পাতা » প্রধান সংবাদ » চরনিজামে বন্দোবস্ত জমির দখল ফিরে পাওয়ার দাবীতে ভূমিহীনদের মানববন্ধন
রবিবার, ১০ মার্চ ২০১৯



পিক ঃ ১,মনপুরায় খাস জমির দখল ফিরিয়ে পাওয়ার দাবীতে ভূমিহীনদের মানববন্ধন ।মোঃ ছালাহউদ্দিন।।ভোলা বানী ॥মনপুরা প্রতিনিধি:

ভোলার মনপুরা উপজেলার চরনিজামে ভূমিহীনদের মাঝে ১৫ বছর আগে বন্দোবস্ত দেয়া খাস জমির দখল ফিরে পাওয়ার দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ভূমিহীনরা। উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাষ্টারহাটে গতকাল রবিবার এই মানববন্ধন করেন তারা। মানববন্ধনে ৫শতাধিক ভূমিহীন অংশ নেন। পরে উত্তর সাকুচিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মানব বন্ধনে অংশগ্রহনকারী ভূমিহীনরা সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় ভূমিহীন নেতা লিয়াকত কেরানী,মোঃ আবু তাহের,মোঃ ইসমাঈল,মোঃ মহিউদ্দিন ও সরোয়ার উদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন। ভুমিহীনদের পক্ষে মোঃ আবু মুছা লিখিত বক্তব্য পাঠ করেন। ভূমিহীন নারী জান্নাত বেগম আবেগ আপ্লুত কন্ঠে জমির দখল বুঝে পাওয়ার দাবীতে বক্তব্য রাখেন।
পিক ঃ ২,মনপুরায় খাস জমির দখল ফিরিয়ে পাওয়ার দাবীতে ভূমিহীনদের সংবাদ সম্মেলন।সংবাদ সম্মেলনে ভূমিহীন নেতারা জানান,২০০৪-২০০৫ অর্থ বছরে জেলা প্রশাসন মনপুরা উপজেলার সাড়ে ৫শত ব্যক্তিকে দেড় একর করে খাস জমি বন্দোবস্ত দেয়। তারা ১বছর ভোগ দখল করে। পরবর্তিতে বন বিভাগ জমি দাবী করে ভূমিহীনদের উচ্ছেদ করে। ভূমিহীনরা আদালতে মামলা করলে রায় তাদের পক্ষে যায়। মামলা চলাকালীন স্থানীয় অবৈধ দখলদারেরা জমি দখল করে নেয়। একদিকে বন বিভাগের দাবী জমি তাদের,অন্যদিকে অবৈধ দখলদারের দৌরাত্ম , যেকারণে জমির দলিল পেয়ে খাজনা, ভূমি উন্নয়ন কর নিয়মিত পরিশোধ করেও ভূমিহীনরা জমির দখল পাচ্ছেনা। গত ১৫ বছর মন্ত্রী এমপিসহ স্থানীয় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে ফিরছেন তারা। সর্বশেষ জমির দখল পাওয়ার জন্য তারা মানববন্ধন ও সংবাদ সম্মেলনে অংশ নেন এসব ভূমিহীনরা ।
এব্যাপারে ভোলার বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা জানিয়েছেন,সঠিক প্রািক্রয়া অনুসারে ভূমিহীনদের মাঝে জমি বন্দোবস্ত দেয়া হয়নি। সংরক্ষিত বণাঞ্চলের জমি বন্দোবস্ত দেয়া অবৈধ।
মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ বলেছেন,বন বিভাগের সাথে সীমানা সংক্রান্ত বিরোধ রয়েছে,সার্ভেয়ারেরা চরে গিয়ে সীমানা পিলার তৈরির কাজ করছে। বনবিভাগের সাথে সমন্বয় করে দ্রুত ভুমিহীনদের জমি বুঝিয়ে দেয়া হবে।
এদিকে উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বলেছেন,বনবিভাগ আর জেলা প্রশাসনের বিরোধর শিকার নিরিহ ভুমিহীনরা হতে পারেনা। যেহেতু ¯’ানীয় প্রশাসন ভূমিহীনদেরকে পাকা দলিল দিয়েছে এখন তাদেরকে জমি বুঝিয়ে দেয়া দরকার।
এছাড়া মনপুরা উপজেলার কলাতলী চরের ভুমিহীন নেতা মোঃ মাঈনু¦ুদ্দিন জানান,ঐ চরে ১৯৯৬-১৯৯৭ সালে ১শত৯২ পরিবারকে দেড় একর করে সরকারী খাস জমি বন্দোবস্ত দেয় উপজেলা প্রশাসন । কিš‘ গত ২৩ বছরও আইনি জটিলতার কারনে তারা জমি বুঝে পাননি।এভাবে ¯’ানীয় প্রশাসন ভূমিমহীনদের মাঝে জমির দলিল দেয় কিš‘ বুঝিয়ে দেয়না। এতে ভুমিহীনরা একদিকে মানবেতর জীবন যাপন করছে অন্যদিকে জমি না পাওয়ায় তাদের মাঝে ক্ষোভেরও সৃষ্টি হ”েছ।

বাংলাদেশ সময়: ১৯:০০:৩৯   ৩৩০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

আর্কাইভ