মৃতিকার মহীয়সী নারী

প্রথম পাতা » সর্বশেষ সংবাদ » মৃতিকার মহীয়সী নারী
শনিবার, ৯ মার্চ ২০১৯



---লেখকঃ নায়লা পাইলট।।

স্রষ্ঠাকে ভক্তি স্মরণ করে জেগে উঠি আমি প্রতিদিন,

আমি সাহসী আমার জ্ঞান জাগে

বুকের জ্বালা নিভাবো কি করে হ্রদয়ে অনেক প্রশ্ন জাগে?

আমিও রক্ত মাংসে গড়া মানুষ

মরার আগেই হলাম ফানুস।

মান অভিমান প্রশস্ত হ্রদয়

আমার কি স্রষ্টার ভালোবাসার পাওয়ার

অধিকার নেই?

আমিও ভালোবাসতে জানি সেই।

আমি সবার মনের প্রিয়সী হতে পারি

ভালোবাসার কাঙাল অনন্তকাল হতে

তাইতো তোমার সঙ্গে আমার আড়ি।

আমি হয়েছি কাঁদামাটি লাফালাফি

আমার বুকের অগ্নি জ্বালা যন্ত্রণা চুষে নেয়

আমার আঁখি জলের দাপাদাপি।

বৃষ্টির জল সূর্যের তাপ সব দুঃখ ভুলিয়ে

মৃতিকায় বপন করে সবুজ লাবণ্য শ্যামলের ছোয়াঁ।

আমার লাবন্য লুকিয়ে কষ্টগুলো উড়ে যায় অগ্নির ধোঁয়া।

হ্রদয়ের শূন্যতায় আঁখি মেলে শুধু খুঁজি প্রশান্তি।

এ বুকে অনেক যন্ত্রণা পাইনি তো শান্তি।

আমি সাহসী আমিও যোদ্ধা

আমি এঁটেল মাটি, আমি মৃতিকার মহীয়সী নারী

আমিও অনেক বড় বোদ্ধা।

আমিও উড়ুক্কু ধূলো মাটির ন্যায় উড়ে যাই

সকল দুঃখ যাতনা বুকে নিয়ে ঠাঁই।

স্রষ্ঠা আমার ধরণীতল মোর প্রকৃতির রুপ লাবন্য আছে মনে মনে।

নদীর তীর ভাঙে ক্ষণে ক্ষণে।

সাগর মৃতিকা সবকিছু ছেড়ে যাবো কই?

জয়ের মালা জড়িয়ে গলায় সেই আশায় বুক বেধে

শুধু রই।

বাংলাদেশ সময়: ১৪:৫২:২০   ২২৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সর্বশেষ সংবাদ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
জামিনে এসে বাদীর পরিবারে হামলা আগুন দিয়ে ঘর পোড়ানোর অভিযোগ
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা

আর্কাইভ