বিজয়ী হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর জন্য স্বাস্থ্য বীমা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন ডাকসুর জিএস পদ প্রার্থী গোলাম রাব্বানী।

প্রথম পাতা » প্রধান সংবাদ » বিজয়ী হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর জন্য স্বাস্থ্য বীমা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন ডাকসুর জিএস পদ প্রার্থী গোলাম রাব্বানী।
বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯



---ভোলাবাণীঃ

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর জন্য স্বাস্থ্য বীমা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও সম্মিলিত শিক্ষার্থী সংসদ থেকে ডাকসুর জিএস পদ প্রার্থী গোলাম রাব্বানী।

এছাড়া স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণে নানা প্রতিশ্রুতিও দেন তিনি।

বিজয়ী হলে সব শিক্ষার্থীর জন্য স্বাস্থ্য বীমা নিশ্চিত, খাবারের মান উন্নয়ন, হলে হলে চিকিৎসক নিয়োগ, সর্বাধুনিক সুবিধা সম্বলিত শ্রেণীকক্ষ, ডিজিটাল লাইব্রেরি কমপ্লেক্স নির্মাণ, প্রত্যেক হলে ফ্রী ওয়াইফাই জোন চালু করাসহ ঢাবির সব কার্যক্রম অটোমেশনের আওতায় আনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এছাড়া মাদক ও ধূমপান প্রতিরোধ, বিশ্বমানের গবেষণাগার, রিকশা ভাড়া নির্ধারণ, ও যান চলাচল সীমিত করারও প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি মনে করেন, বর্তমানে ছাত্র শিক্ষকের মধ্যে এক প্রকার সৌহার্দপূর্ণ সম্পর্কের ঘাটতি রয়েছে, নির্বাচিত হলে সেটি দূর করে একটি আত্মীক সম্পর্ক তৈরির মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে প্রয়াস রাখবেন।

গোলাম রাব্বানী বলেন, দীর্ঘ ২৮ বছর নির্বাচন না হলেও ছাত্রলীগ ডাকসুর ভূমিকাই পালন করে আসছে।

ফলে সাধারণ শিক্ষার্থীদের রায় হবে ছাত্রলীগের পক্ষে। প্রার্থী হিসেবে এ প্যানেলে যারা আছেন, তাদেরই বেছে নেবে ভোটাররা।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৫৮   ২৮৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ॥ ১ জনের মনোনয়ন বাতিল ॥
এসএসসির ফলাফল জানা যাবে যেভাবে

আর্কাইভ