উত্তপ্ত কাশ্মীর, ভারতের পরীক্ষামূলক মিসাইল উৎক্ষেপণ

প্রথম পাতা » প্রধান সংবাদ » উত্তপ্ত কাশ্মীর, ভারতের পরীক্ষামূলক মিসাইল উৎক্ষেপণ
বুধবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৯



ফাইল ছবি॥ভোলাবাণী আন্তর্জাতিক ডেক্স॥ ভারতের প্রত্যাঘাত সামলাতে দিনভর সময় লেগেছে পাকিস্তানের। ধাক্কা সামলে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা থেকে কাশ্মীরের সাত জায়গায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনী। আর এসবের মাঝেই ভারতীয় সেনাবাহিনীর শক্তি বাড়াতে আরও একটি পদক্ষেপ নিল দেশটির সরকার।

ভারতীয় সেনার অস্ত্রাগারে আরও দু’টি মিসাইল যুক্ত হতে চলেছে। মঙ্গলবার ওড়িশা উপকূল থেকে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয় ওই দু’টি মিসাইল।
ভারতীয় সেনার জন্য এই মিসাইল দু’টি ডিআরডিও, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ও ভারত ডায়নামিক্স লিমিটেড একসঙ্গে তৈরি করেছে। ডিআরডিও’র সূত্রে জানা গেছে, বছরের যে কোন সময় যে কোন আবহাওয়াতেই এই মিসাইল দু’টি কাজ করতে সক্ষম। ২৫ থেকে ৩০ কিলোমিটারের মধ্যে যে কোন লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এই দু’টি মিসাইল।

এর আগে এই ধরনের মিসাইলের দু’বার সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল। প্রথমবার হয়েছিল ২০১৭ সালের ৪ জানুয়ারি। পরের বার গতবছরের ৩ জুলাই। তার পর মঙ্গলবার আবার আরও একবার পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হল।

এর আগে ফাইটার জেট সুখোই-৩০এমকেআই-এর জন্য একটি মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল। ডিআরডিও’র একটি সূত্র থেকে জানা গেছে, ১০০ কিলোমিটারের মধ্যে যে কোন লক্ষ্যে নিখুঁতভাবে বিমান থেকে ভূমিতে আঘাত হানতে পারবে এই মিসাইল দু’টি। জানুয়ারি মাসের ১৮ তারিখ এই দু’টি মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।

বাংলাদেশ সময়: ১১:৩৬:৪৮   ৩০৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ