মনপুরায় ঘূর্ণীঝড়ে এক স্প্রীডবোট সহ ১০ মাছ ধরার ট্রলার বিধ্বস্ত

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় ঘূর্ণীঝড়ে এক স্প্রীডবোট সহ ১০ মাছ ধরার ট্রলার বিধ্বস্ত
বুধবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৯



ঘূর্নীঝড়ের আঘাতে সম্পূনৃ বিধ্বস্ত হওয়া স্প্রীডবোটটিমোঃ ছালাহউদ্দিন,মনপুরা প্রতিনিধি, ভোলা বানী ॥
ভোলার মনপুরায় হঠাৎ ঘূর্ণীঝড়ের আঘাতে এক স্প্রীডবোট
সহ দশ মাছ ধরার ট্রলার বিধ্বস্ত হয়। এই সময় ট্রলারে থাকা দুই
জেলে ফারুক মাঝি, জাহাঙ্গীর মাঝি আহত হয়। এছাড়াও
ঘূর্ণীঝড়ে জসিম নামে এক শুটকি ব্যবসায়ীর ঘর ভেঙ্গে
যাওয়ায় লক্ষাধিক টাকার শুটকি মাছ ক্ষতি হয়েছে বলে জানা
গেছে।
সোমবার ঘূর্ণীঝড়ের আঘাতে উপজেলার মনপুরা ইউনিয়নের
রামনেওয়াজের মেঘনা তীরবর্তী এলাকায় এই ঘটনা ঘটে।
ঘুর্ণীঝড়ের আঘাতে বিধ্বস্ত হওয়া স্প্রীডবোট রনতরী-১ এর
মালিক হলেন উপজেলার হাজিরহাট ইউনিয়নের আলাউদ্দিন পিটার ও
বিধ্বস্ত ট্রলারের মালিকরা হলেন, ফারুক মাঝি, জাহাঙ্গীর মাঝি,
বাহার মাঝি, আলমগীর মাঝি, জসিম মাঝি, এরশাদ মাঝি,
নসু মাঝি, ছালাউদ্দিন মাঝি, আবুল খায়ের মাঝি, স্বপন
মাঝি। এদের সবার বাড়ি উপজেলার মনপুরা ইউনিয়নের বিভিন্ন
গ্রামে। অপরদিকে রামনেওয়াজ মৎস্য ঘাটে শুটকি ব্যবসায়ী
জসিমের ঘর বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত স্প্রীডবোটের মালিক আলাউদ্দিন পিটার জানান,
ঘূর্ণীঝড়েরর আঘাতে তার স্প্রীডবোটটি সম্পূর্ন বিধ্বস্ত
হয়। এতে পিটারের ৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর জানান,
ঘূর্ণীঝড়ের আঘাতে ঘাটে বাধা এক স্প্রীডবোট সহ ১০
ট্রলার ব্লকের সাথে সংঘর্ষে সম্পূর্নরুপে বিধ্বস্ত হয়। এতে
২০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে তিনি জানান। তিনি আরোও
জানান, মৎস্য ঘাট এলাকায় একটি খাল খনন করা হলে জেলেরা
ক্ষতি থেকে রক্ষা পাবে।
মনপুরা উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ জানান,
ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করতে চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া
হয়েছে। পরে সরকারি বরাদ্ধ পেলে ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে।
এরির্পোট বিকেল ৫ টায় লেখা পর্যন্ত বাতাস ও বৃষ্টি অব্যাহত
রয়েছে। এছাড়াও বিছিন্ন চর নিজাম ও কলাতলীর চরে ব্যাপারে
কিছু জানা যায়নি। এমনকি সংশ্লিষ্ট চেয়ারম্যানরা খোঁজ-
খবর নিতে না পারায় কোন খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১০:৫৭:১৫   ২০৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ॥ ১ জনের মনোনয়ন বাতিল ॥
এসএসসির ফলাফল জানা যাবে যেভাবে
উপজেলা পরিষদ নির্বাচন ২৪নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ, সবাই কেন্দ্রে এসে ভোট দিবেন: মোহাম্মদ ইউনুছ

আর্কাইভ