তজুমদ্দিনের মেঘনায় দুইগ্রুপ জেলের মধ্যে সংঘর্ষ আহত-১৪

প্রথম পাতা » তজুমদ্দিন » তজুমদ্দিনের মেঘনায় দুইগ্রুপ জেলের মধ্যে সংঘর্ষ আহত-১৪
সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯



আহত জেলে হাসপাতালে ভর্তি । হেলাল উদ্দিন লিটন ।।ভোলাবাণী।।।।তজুমদ্দিন প্রতিনিধি ।।

ভোলার তজুমদ্দিন সংলগ্ন মেঘনায় জাল পাতাকে কেন্দ্র করে দুইগ্রুপ জেলের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় গ্রুপের ১৪ জেলে আহত হয়েছে। আহতদের মধ্যে চারজন তজুমদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছে। এঘটনায় একপক্ষ থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান।
জসিম মাঝি জানান, সোমবার সকাল সাড়ে ১২ টায় মেঘনা নদীর মাঝে ডুবার চরের পূর্ব পাশে জসিম মাঝি ও আলাউদ্দিন মাঝির জেলেরা মাছ ধরার জন্য পাশাপাশি জাল পাতে। এ সময় আলউদ্দিন মাঝির জেলেরা জসিম মাঝির জাল কেটে নিয়ে যায়। এঘটনায় উভয় গ্রুপের জেলেদের মধ্যে নদীতে প্রথম দফায় সংঘর্ষ হয়। পরে নদী থেকে উপরে আসলে রামপ্রসাদ এলাকায় উভয় গ্রুপের লোকজন জড় হয়ে সংঘর্ষে জড়িয়ে পরেন। এ সময় উভয় গ্রুপের ১৪ জন আহত হয়। আহতরা হলেন, ইউসুফ, জুয়েল, জসিম, জাফর, রুবেল, শাকিল, নয়নসহ ১৪ জন আহত হয়। আহদের মধ্যে ইউসুফ (২৫), জুয়েল (২৩), জসিম (৩০), জাফর (২০) হাসপাতালে ভর্তি রয়েছে। আহতদের দেখতে হাসপাতালে জান তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক দেওয়ান ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা বেগম। অপরদিকে একই ধরনের অভিযোগ করেন আলাউদ্দিন মাঝি জসিম মাঝির জেলেদের বিরুদ্ধে। এ ঘটনায় আলাউদ্দিন মাঝি থানায় একটি লিখিত অভিযোগ করছেন বলে জানান। তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যব¯’া নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:০২:২৫   ২৭১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
তজুমদ্দিনে গণহত্যা দিবস পালিত ॥
তজুমদ্দিনে প্রতিবন্ধী শিশুকে শিকল দিয়ে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ ॥
তজুমদ্দিনে সরকারি চাল উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন
তজমদ্দিনে পল্লীসেবার আয়োজনে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত ॥
তজুমদ্দিনে সরকারি ২৪ বস্তা চাল উদ্ধার ॥ তদন্ত কমিটি গঠন
তজুমদ্দিনে যুব উৎসব পালিত ॥

আর্কাইভ