শেখ হাসিনা স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান-ভোলায় তোফায়েল আহমেদ

প্রথম পাতা » প্রধান সংবাদ » শেখ হাসিনা স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান-ভোলায় তোফায়েল আহমেদ
মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮



ভোলা সদর আসনের আওয়ামী লীগ প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদমো: তৈয়বুর রহমান।।॥ভোলাবাণী নির্বাচন ডেক্স।।।।

ভোলা-১ (ভোলা সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হয়, বিএনপি এলে হয় ধ্বংস। সুতারাং কোনটা দরকার সেই সিদ্ধান্ত জনগণের।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের শান্তিরহাট এলাকায় নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপি ২০০১ সালে সারাদেশে অন্যায় অত্যাচার ও নির্মমতা করেছে। তার বিপরীতে আওয়ামী লীগ দশ বছরের ক্ষমতার আমলে তার প্রতিশোধ না নিয়ে দেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের সৃষ্টি করেছে। তাই ভোলাসহ সারাদেশে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে।

মন্ত্রী বলেন, শেখ হাসিনা স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান। আমার গ্রাম আমার শহর অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় এলে প্রতিটি গ্রাম শহরে পরিণত হবে।

তোফায়েল আহমেদ আরো বলেন, ভোলা-বরিশাল ব্রিজ হবে, ভোলাকে সিঙ্গাপুরের আদলে তৈরি করা হবে। গ্যাসভিত্তিক শিল্প কলকারখানা হবে। অন্ধকার রাজাপুরকে আলোকিত করা হয়েছে। এখন আলোকিত রাজাপুরকে শহর করা হবে। এখানে একটি কলেজ, একটি ১০ বেডের স্বাস্থ্যকেন্দ্র ও অবকাঠামোর উন্নয়ন করা হবে।

এ সময় মন্ত্রী বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান।

ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন পাটোয়ারীর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, স্কয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তৌহিদ, ডা. রাজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খাঁ, আওয়ামী লীগ নেতা রোজউল করিম চৌধুরী মিঠু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:২৯:০০   ৩৯৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

আর্কাইভ