ভোলায় জনগণের মুখোমুখি চার প্রার্থী

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় জনগণের মুখোমুখি চার প্রার্থী
শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮



ভোলায় জনতার মুখোমুখি অনুষ্ঠানে একই মঞ্চে উঠলেন সদর আসনের চার প্রার্থীআদিল হোসেন তপু ।।ভোলাবাণী।। বিশেষ প্রতিনিধি: ভোলায় জনতার মুখোমুখি অনুষ্ঠানে একই মঞ্চে উঠলেন সদর আসনের চার প্রার্থী। সু-শাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজনে শনিবার দুপুরে শহরের বাংলা স্কুল মাঠ সংলগ্ন ভাসানী মঞ্চে এ অনুষ্ঠান হয়।

জনগণের মুখোমুখি অনুষ্ঠানে ভোলা সদর আসনের আওয়ামী লীগ প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ইসলামী আন্দোলন প্রার্থী ইয়াছিন মাওলানা নবিপুরী, জাপা প্রার্থী কেফায়েত উল্ল্যাহ নজিব ও সিপিবি প্রার্থী অ্যাডভোকেট একেএম সোহেল আহমেদ। তবে অসুস্থতার কারণে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর উপস্থিত ছিলেন না।

প্রার্থীদের কাছে ভোটাররা তাদের বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরলে প্রার্থীরা নির্বাচন নিয়ে তাদের ভাবনা এবং জেলার উন্নয়ন নিয়ে কথা বলেন।

‘অবাদ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই, এ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত জনগণের মুখোমুখি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের জেলা কমিটির উপদেষ্টা মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরী।

এ সময় সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার, সুজন’র জেলা সাধারণ সম্পাদক নাসির লিটন, হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সদর আসনের ভোটার ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় তোফায়েল আহমেদ বলেন, ভোলার নির্বাচনী পরিবেশ খুবই ভাল, শান্তিপূর্ণ। আমি বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীরের বাড়িতে গিয়েছি । শুভেচ্ছা বিনিময় করেছি। এখানে কারো প্রচার প্রচারণায় বাধা দেয়া হচ্ছে না। তবে তারা নিজেরাই মানুষের কাছে যাচ্ছে না।

তোফায়েল আহমেদ আরো বলেন, বিএনপির আমলে ভোলায় পানি সম্পদমন্ত্রী ছিল কিন্তু ভোলার নদী ভাঙন প্রতিরোধে কোন কাজ করেনি। আমরা ভোলার নদী ভাঙন রোধে ব্লগ বাঁধ দিয়েছি। নদী ভঙন বন্ধ করেছি। ভোলায় ব্যাপক উন্নয়ন করেছি।

‘আমার গ্রাম আমার শহর’ এই স্লোগান নিয়ে গ্রামগুলোতে শহরের সকল সুবিধা পৌঁছে দিয়েছি। সারা দেশের গ্রামগুলো শহরে রূপান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৩৪   ২৮৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ