শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮

দেশের মানুষ ব্যালটের মাধ্যমে পাকিস্তানের দোসরদের নিশ্চিহ্ন করে স্বাধীনতা ও সার্ভভৌমত্মের সুরক্ষা নিশ্চিত করবে -জ্যাকব

প্রথম পাতা » চরফ্যাশন » দেশের মানুষ ব্যালটের মাধ্যমে পাকিস্তানের দোসরদের নিশ্চিহ্ন করে স্বাধীনতা ও সার্ভভৌমত্মের সুরক্ষা নিশ্চিত করবে -জ্যাকব
শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮



---মিজান নয়ন ও বেলাল মাহমুদ,চরফ্যাশন অফিস,ভোলা বানী ॥
স্বাধীনতাকামী বাঙ্গালী জাতি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যদিয়ে ১৯৭১-এর ১৬ ডিসেম্বর  পাক বাহিনীর কবর রচনা করেছে। বিজয়ের এই মাসে দেশের মানুষ ব্যালটের মাধ্যমে  পাকিস্তানের দোসরদের নিশ্চিহ্ন করে ১০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্ভভৌমত্মের সুরক্ষা নিশ্চিত করবেন।
আজ শুক্রবার চরফ্যাশনের আমিনাবাদ ইউনিয়নের হাজী জাদর আলী ফরাজী বাড়িতে  নৌকা মার্কার সমর্থনে আয়োজিত উঠান বৈঠক প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের নৌকা মার্কার প্রার্থী এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব একথা বলেন।
এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ২শ’  নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন বলে দলীয় সুত্রে জানাগেছে।
বৈঠকে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মাষ্টার,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক মেহেদী হাসান প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২২:২৫:৪৪   ২৫৭ বার পঠিত  |