শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮

চরফ্যাশনে প্রবাসীর বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে ভূমি সন্ত্রাসীরা

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে প্রবাসীর বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে ভূমি সন্ত্রাসীরা
শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮



---

চরফ্যাশন অফিস,ভোলা বানী॥
চরফ্যাশন পৌরসভা ১নং ওয়ার্ডে প্রকাশ্যে দিবালোকে সৌদি প্রবাসীর বাড়ির পাকা সীমানা প্রাচীর গুড়িয়ে দিয়ে গাছপালা কেটে ফেলে, বসতঘর লুট এবং ঘরের মহিলা ও শিশুদের মারধর অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষের মারধরে আহত প্রবাসীর অস্তঃস্বত্ত্বা স্ত্রী রাবেয়া বেগমকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় জমি মালিক প্রবাসী জসিম উদ্দিনের বড় ভাই আলমগীর হোসেন বাদী হয়ে বৃহষ্পতিবার চরফ্যাশন থানায় অভিযুক্ত আবুল হোসেনসহ চিহ্নিত ৪ জন এবং অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।
বুধবার পৌরসভা ১নং ওয়ার্ডের উদয়ন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রবাসী জসিম উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে।
মামলার বিবরন এবং প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে,জসিম উদ্দিন ২০০৬ সনে পৌরসভার এসএ ৫৪ খতিয়ানের ১৫০৭ ও ১৫০৯ দাগের (ডিপি ৭৫১ ভূক্ত হয়ে ৬৪৫৩ দাগে পরিনত) ২১ শতাংশ জমি ক্রয় করে পাকা বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। আবুল হোসেন এই জমির মালিকানা দাবী করে ঝামেলা করে আসছে। এ নিয়ে জসিম উদ্দিন আদালতে মামলা করলে  চরফ্যাশন সিনিয়র সহকারী জজ সরদার সাজ্জাদুর রহমান গত ১৩ আগষ্ট আবুল হোসেনগংদের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন।
প্রবাসী জসিমের স্ত্রী রাবেয়া জানান, আদালতের নিষেধাজ্ঞার আদেশ উপেক্ষা করে গৃহকর্তা জসিম উদ্দিনের বিদেশ থাকার সুযোগে চরফ্যাশনের আলোচিত ভূমিসন্ত্রাসী আবুল হোসেন এবং তার ছেলে হাছনাইনের নেতৃত্বে ১৪/১৫ জনের সন্ত্রাসীদল দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে বাড়িটি দখলের উদ্দেশ্যে সশস্ত্র এই হামলা চালিয়েছে।
প্রায় ২ ঘন্টা ব্যাপি বাড়িটিতে তান্ডব চলাকালীন প্রতিবেশীরা কেউ আক্রান্ত পরিবারটির সাহায্যে এগিয়ে আসতে সাহস পায়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ঘটনার সময় বাড়ির মালিক জসিম উদ্দিন সৌদি আবর অবস্থন করছিলেন।
হামলার ঘটনায় অভিযুক্ত আবুল হোসেন কোন মন্তব্য করতে অস্বীকার করেছেন। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ম.এনামুল হক জানান, অভিযুক্তদের গ্রেফতারের পুলিশ তৎপর রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৩৩:০৪   ৩২৬ বার পঠিত  |