বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮

চরফ্যাশনে রাজনৈতিক ক্ষমতায়ন ও সুশাসন প্রক্রিয়ায় নারী’ শীর্ষক একদিনের কর্মশালা

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে রাজনৈতিক ক্ষমতায়ন ও সুশাসন প্রক্রিয়ায় নারী’ শীর্ষক একদিনের কর্মশালা
বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮



মিজান নয়ন,চরফ্যাশন অফিস,ভোলা বানী: ‘রাজনৈতিক ক্ষমতায়ন ও সুশাসন প্রক্রিয়ায় নারী’ শীর্ষক একদিনের কর্মশালা বুধবার চরফ্যাশন কোস্টট্রাস্টের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। রেডিও মেঘনার আয়োজনে ইন্টারনিউজের অর্থায়নে বিএনএনআরসি এ কর্মশালা বাস্তবায়ন করেছে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন প্রধান অতিথি হিসেব কর্মশালার উদ্বোধন করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শুধু রাজনৈতিক ক্ষমতাই নয় নারীকে নারীর অধিকার রক্ষায় এগিয়ে আসতে হবে এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে নারীরা যেন হয়রানির শিকার না হয় সে দিকে আমাদের খেয়াল রাখতে হবে, নারীর উন্নয়নের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি করতে হবে রাজনীতিসহ সামাজিক ও ব্যক্তিগত পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে নারীর ভূমিকা থাকতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফাতেমা মতিন মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন, বিএনএনআরসির প্রোগ্রাম ম্যানেজার বিমলকুড়ি, রেডিও মেঘনার ষ্টেশন ম্যানেজার রাশিদা বেগম প্রমূখ। চরফ্যাশন ও লালমোহন উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও গৃহীনিরা এই কর্মশালায় অংশগ্রহন করেন।

বাংলাদেশ সময়: ২২:২৮:৩৪   ২৯৯ বার পঠিত  |