সুষ্ঠ নির্বাচনের দাবীতে ভোলায় ‘সুজন’ এর সংবাদ সম্মেলন

প্রথম পাতা » প্রধান সংবাদ » সুষ্ঠ নির্বাচনের দাবীতে ভোলায় ‘সুজন’ এর সংবাদ সম্মেলন
সোমবার, ২৬ নভেম্বর ২০১৮



---ইয়াছিনুল ঈমন।।ভোলাবাণী।। বিশেষ প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ,শান্তিপূর্নও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আহবান জানিয়ে ভোলায় সুশাসনের জন্য নাগরিক- সুজন ভোলা জেলা কমিটি এক সংবাদ সম্মেলন করে।
সোমবার (২৬ নভেম্বর) দুপুরে ভোলা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখত বক্তব্য পাঠ করেন সুজন এর ভোলা জেলা কমিটির সম্পাদক নাসির লিটন।
তিনি বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক পন্থা। যার মধ্য দিয়ে ভোটাররা তাদের স্বার্থে কাজ করার জন্য পছন্দের প্রার্থী বেছে নেয়ার সুযোগ পান।
তিনি আরো বলেন,নির্বাচন গ্রহনযোগ্য করতে সকল দলও প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার কথা বলেন।এসময় তিনি সুজন এর পক্ষে গনমাধ্যমের প্রতি আহবান জানিয়ে বলেন,নির্বাচনী আচরনবিধি ভঙ্গের বিষয়গুলো ফলাও করে প্রকাশ করার পাশাপাশি প্রার্থী কর্তৃক হলফনামায় প্রদত্ত তথ্য সমূহ ভোটারদের মাঝে তুলে ধরার কথা বলেন। এছাড়া সুজন নির্বাচন সুষ্ঠ ও গ্রহনযোগ্য করার লক্ষ্যে সংবাদ সম্মেলন,প্রার্থীদের নিয়ে জনগনের মুখমুখি অনুষ্ঠান,ভোটারদের মধ্যে তথ্যচিত্র বিতরন,সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্যে দিয়ে প্রচারনা,মানববন্ধন করার কথা জানান। এসময় উপস্থিত ছিলেন সুজন এর ভোলা জেলা উপদেষ্টা মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরী, ভোলা জেলা যমুনা টিভির জেলা প্রতিনিধি ও ভোলা প্রেস ক্লাব এর সাবেক সম্পাদক শামস-উল- আলম মিঠু,সহ-সভাপতি জিনাত রেহানা, সুজন এর ভোলা-১ নিবাচর্নী এলাকার কো-অর্ডিনেটর শিমুল চৌধুরী, সুজন এর সদর উপজেলা সম্পাদক মনিরুল ইসলাম, সুজন এর যুগ্ন-সম্পাদক মো: হোসেন, সুজন এর জেলা সদস্য আদিল হোসেন তপু, সুজন এর উপজেলা সদস্য ইয়াছিনুল ঈমন প্রমুখ। এসময় বিভিন্ন প্রিন্টও ইলেকট্রনিক গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৫০:২১   ২৭৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ॥ ১ জনের মনোনয়ন বাতিল ॥
এসএসসির ফলাফল জানা যাবে যেভাবে
উপজেলা পরিষদ নির্বাচন ২৪নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ, সবাই কেন্দ্রে এসে ভোট দিবেন: মোহাম্মদ ইউনুছ

আর্কাইভ