ভোলা চরফ্যাশন মহাসড়কে বৈদ্যুতিক খুটি স্থাপনে বিদ্যুৎ বিভাগের খামখেয়ালী

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলা চরফ্যাশন মহাসড়কে বৈদ্যুতিক খুটি স্থাপনে বিদ্যুৎ বিভাগের খামখেয়ালী
শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮



ভোলা সরকারী কলেজের বাউন্ডারি সংলগ্ন ড্রেনের পাশে রাস্তার সোল্ডারে বৈদ্যুতিক খুটি স্থাপনস্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।।ভোলা-চরফ্যাশন মহাসড়কের যুগিরঘোল ও ভোলা সরকারী কলেজ সংলগ্ন এলাকায় রাস্তার মধ্যে বৈদ্যুতিক খুটি (থাম/খাম্বা) স্থাপন করছে ভোলার বিদ্যুৎ বিভাগ। সড়ক বাঁকে রাস্তার পূর্ব পাশে খালি যায়গা থাকা সত্বেও পশ্চিম পাশে রাস্তার সোল্ডারে বিদ্যুতের খুটি স্থাপন করা হচ্ছে। সড়ক বিভাগ থেকে মৌখিকভাবে আপত্তি জানানো সত্বেও তাকে কর্ণপাত করছে না বিদ্যুৎ বিভাগ। এসব অপরিকল্পিত খুটির কারনে দুর্ঘটনার আশঙ্কা জানিয়ে রাস্তার বাইরে খুটি স্থাপনের জন্য বিদ্যুৎ সরবরাহ বিভাগকে চিঠি দিয়েছে সড়ক বিভাগ। ফলে চরম আতঙ্কিত অবস্থায় জেলা প্রশাসন সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি প্রদান করেছে সড়ক বিভাগ, ভোলা। রাস্তার মধ্যে খুটি স্থাপনে চরম ক্ষোভ প্রকাশ করেছে ভোলা সরকারী কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয় জন সাধারন ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সরজমিনে গিয়ে দেখা যায়, ভোলা সরকারী কলেজ এলাকায় নতুন করে বিদ্যুতের খুটি স্থাপন করছে বিদ্যুৎ বিভাগ। আগে রাস্তার পূর্ব পাশে বৈদ্যুতিক খুটি থাকলেও বর্তমানে রাস্তার পশ্চিমপাশে ভোলা সরকারী কলেজের বাউন্ডারি সংলগ্ন ড্রেনের পাশে রাস্তার সোল্ডারে বৈদ্যুতিক খুটি স্থাপন করা হচ্ছে। ভোলা চরফ্যাশন মহাসড়ক জেলার ব্যস্ততম সড়ক হওয়ার পাশাপশি ভোলা সরকারী কলেজের গেইট সংলগ্ন এলাকা অত্যান্ত ব্যস্ততম। ভোলা জেলার বিভিন্ন স্থান থেকে প্রায় ১০ হাজার শিক্ষার্থী ভোলা সরকারী কলেজে অধ্যায়ন করছে। কলেজে প্রবেশ করার ৩টি গেইট চরফ্যাশন মহাসড়কের সাথে সংযুক্ত। প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী কলেজ গেইট পেড়িয়ে ড্রেনের ফুটপাত ব্যবহার করে যাতায়াত করে। এই স্থান থেকে অটোরিকশা ব্যবহার করে তারা বাড়িতে যায়। বিদ্যুতের খুটি স্থাপনের ফলে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।
এই বিষয়টি বিবেচনা না করে বিদ্যুৎ বিভাগ নিজেদের খামখেয়ালী মতো খুটি স্থাপন করছে। যার ফলে যেকোন সময় অটোরিকশা থেকে শিক্ষার্থীরা নামার সময় দুর্ঘটনায় পড়তে পারে। এই বিষয়ে ভোলা সড়ক বিভাগের নির্বাহী প্রৌকশলী জেলা প্রশাসন সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করছে।
এদিকে খুটি স্থাপনের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছে ভোলা সরকারী কলেজ শিক্ষার্থীরা। তারা জানায়, আমরা প্রতিদিন কলেজ ছুটির পর হাজার হাজার শিক্ষার্থী এই ড্রেনের পাশ থেকে অটো এবং রিকশা যোগে বাড়ি ফিরি। এক সাথে অনেক শিক্ষার্থী থাকায় তাড়াহুড়া ও সৃষ্টি হয়। এমন অবস্থায় যদি রাস্তার পাশে বৈদ্যুতিক খুটি থাকে তা আমাদের জন্য অত্যান্ত ঝুকিপূর্ণ। আমরা দাবী করছি বিদ্যুৎ বিভাগ যেন আমাদের সকলের কথা বিবেচনা করে এবং নিজেদের ভুল বুঝতে পেরে খুটি অপসারন করে।

বাংলাদেশ সময়: ১৫:১৬:১৯   ৫৯৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ॥ ১ জনের মনোনয়ন বাতিল ॥
এসএসসির ফলাফল জানা যাবে যেভাবে
উপজেলা পরিষদ নির্বাচন ২৪নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ, সবাই কেন্দ্রে এসে ভোট দিবেন: মোহাম্মদ ইউনুছ

আর্কাইভ