কিক-টু তে থাকছেন না জ্যাকলিন ফার্নান্দেজ

প্রথম পাতা » ফটোগ্যালারী » কিক-টু তে থাকছেন না জ্যাকলিন ফার্নান্দেজ
বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১৭



---সালমানের হিট ছবির মধ্যে কিক অন্যতম। ২০১৪ সালে মুক্তির পর মারদাঙ্গা অভিনয়ে প্রশংসা আর বাণিজ্যিক সফলতা, দুই-ই পেয়েছে সিনেমাটি। এবার আসলো নতুন খবর, অবশেষে আগামী বছর সিক্যুয়াল কিক-টু সিনেমার শ্যুটিং শুরুর সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা সাজিদ নাদিয়াদওয়ালা।

সালমান খান ও জ্যাকলিন ফার্নান্দেজ অভিনীত এ সিনেমায় নতুনত্ব থাকছে বলেও ইঙ্গিত দিয়েছেন নির্মাতা। কিক প্রযোজনা ও পরিচালনা করেছিলেন সাজিদ নাদিয়াদওয়ালা। সিনেমাটিতে অভিনয় করেছিলেন সালমান, জ্যাকলিন ফার্নান্দেজ, রণদীপ হুদা, নওয়াজউদ্দিন সিদ্দিকী, মিঠুন চক্রবর্তী।

বলিউড লাইফে প্রকাশিত খবরে বলা হয়েছে, সাজিদ নাদিয়াদওয়ালা কিক-টু সিনেমাটির ৮০ শতাংশ চিত্রনাট্য লিখেছেন। তিনি সালমানকে চিত্রনাট্য শুনিয়েছেন এবং এ অভিনেতা এটি পছন্দও করেছেন। ২০১৮ সালের মাঝামাঝিতে তারা সিনেমার শ্যুটিং শুরুর সিদ্ধান্ত নিয়েছেন।

সালমান খানের চরিত্রটি আগের সিনেমার মতোই থাকছে না পরিবর্তন করা হচ্ছে সে বিষয়ে সূত্র জানিয়েছে, সব চরিত্রগুলোই ভিন্ন ধরনের হবে। তার মানে কী। নতুন এ সিনেমায় থাকছেন না জ্যাকুলিন, রনদীপ হুদা কিংবা নওয়াজউদ্দিন সিদ্দিকী।

কিক-টু সিনেমাটি ২০১৭ সালে শুরুর কথা ছিল। কিন্তু এই বছর টিউবলাইট, টাইগার জিন্দা হ্যায় সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত সালমান। অন্যদিকে সাজিদ নাদিয়াদওয়ালার তিনটি সিনেমা মুক্তি পাবে ২০১৭ সালে।

সব মিলিয়ে এসব কারণে কিক টু’র যাত্রা পিছিয়েছে। তবে কারা থাকছেন সালমানের সঙ্গে সে খবর জানতে আরো অপেক্ষা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৮:৪৫:১৮   ১৬০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফটোগ্যালারী’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥

আর্কাইভ