খালেদাকে বন্দি রেখে গণতন্ত্র চলতে পারে না: ড. কামাল

প্রথম পাতা » প্রধান সংবাদ » খালেদাকে বন্দি রেখে গণতন্ত্র চলতে পারে না: ড. কামাল
মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮



জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ড. কামাল হোসেন।।।।ভোলাবাণী ডেস্ক।।।। বক্তব্যের শুরুতেই খালেদা জিয়ার মুক্তি চেয়ে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন আমি খালেদা জিয়ার মুক্তি দাবি করি। বিরোধী দলের নেত্রীকে শ্রদ্ধা না জানালে গণতন্ত্র চলতে পারে না।

মঙ্গলবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। দুপুর দুইটায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে ওই জনসভা শুরু হয়। সভায় মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ড. কামাল হোসেন। প্রধান বক্তা আ স ম আবদুর রব।

কামাল হোসেন বলেন, সকল দলের সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। সুষ্ঠু নির্বাচন না হলে স্বাধীনতা অর্থহীন হয়ে পড়বে। আপোষহীনভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। সরকারের কোনও কথার মূল্য থাকে না। ২০১৪ সালের নির্বাচনের পর তারা বলেছিল, আরেকটি মধ্যবর্তী নির্বাচন হবে। কিন্তু ৫ বছর পার হয়ে গেলেও তা আর হলো না। সংবিধানের ১৬ আনা উপেক্ষা করে ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। রাস্তা, বাস বন্ধ করে জনগণকে উপেক্ষা করে নির্বাচন করা যাবে না। জনগণই রাষ্ট্রের মালিক। মালিক হিসেবে আমরা ঐক্যবদ্ধ থাকব। ঐক্যবদ্ধ থাকলে জনগণের রাষ্ট্র জনগণের কাছে ফিরে আসবে।

তিনি বলেন, এ দেশে যা হচ্ছে তা মেনে নেওয়া যায় না। দেশে আইনের শাসন অনুপস্থিত। যাকে তাকে ধরে নেওয়া হচ্ছে। এ দেশের মালিক জনগণ। আইনে যা প্রাপ্য তা হওয়ার কথা। সমান আইন হতে হবে। সরকার ও বিরোধী দলের সমান সুযোগ থাকতে হবে। বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেফতার করা যাবে না। এসব বন্ধ করতে হবে। স্বাধীন দেশে এসব চলতে পারে না। নির্বাচিত সরকার এসব করতে পারে না। আর অনির্বাচিত সরকার এসব করলে হবে মহাঅপরাধ। একদিন এর জবাব দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৯:২৩:৩১   ২৬১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ