সংলাপ ফলপ্রসূ না হলেও সুনিদির্ষ্ট সময়ে নির্বাচন-বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

প্রথম পাতা » প্রধান সংবাদ » সংলাপ ফলপ্রসূ না হলেও সুনিদির্ষ্ট সময়ে নির্বাচন-বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮



---।।ভোলাবাণী।। বিশেষ প্রতিনিধি: সংলাপ ফলপ্রসূ না হলেও সুনিদির্ষ্ট সময়ে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহনমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, সংলাপে আলোচনা হবে সব বিষয়ে, তবে সংবিধানের আলোকে সিদ্ধান্ত হবে। আজকে সন্ধ্যায় সংলাপ অনুষ্ঠিত হবে এর চেয়ে বেশিকিছু বলা উচিত নয়।

আজ সোমবার সচিবালয়ে নিজ দফতরে ভারতের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন মন্ত্রী। ভারতীয় প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দেশটির ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন সচিব শ্রী রাভিকান্ত। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাসহ ১০ জন ছিলেন প্রতিনিধি দলে।

উল্লেখ্য, সংলাপ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেয়া ড. কামালের চিঠির জবাবে ক্ষমতাসীনদের তরফ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যায় মুখোমুখি বসছে জাতীয় ঐক্যফ্রন্ট ও ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিরোধী রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টে নেতৃত্ব দেবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। অন্যদিকে আওয়ামী লীগের তরফ থেকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাণিজ্যমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান নির্বাচন কমিশন অংশগ্রহনমূলক নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত। আমাদের সবারই লক্ষ্য অবাধ নির্বাচন।

বাংলাদেশ সময়: ১৫:০০:০৬   ২৮১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

আর্কাইভ