ভোলার ১০৫ মন্ডপে দূর্গোৎসব শুরু, ৪৫ মন্ডপ ঝুঁকিপূর্ণ

প্রথম পাতা » ব্রেকিংনিউজ » ভোলার ১০৫ মন্ডপে দূর্গোৎসব শুরু, ৪৫ মন্ডপ ঝুঁকিপূর্ণ
বুধবার, ১৭ অক্টোবর ২০১৮



---ছোটন সাহা ।।ভোলাবাণী।। বিশেষ প্রতিনিধি:
ভোলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে শারদীয় দূর্গাৎসব। এ বছর জেলায় ১০৫টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে ৪৫টি মন্ডপকে অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এসব মন্ডপে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে জেলার পূজা মন্ডপগুলো নান্দনিক সাজে সাজানো হয়েছে।
সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজাকে ঘিরে চারদিকে উৎসব আর আনুষ্ঠানিকতা মেতে উঠছেন হিন্দুরা। শুধু শহরে নয়, আনন্দ উৎসব গ্রামেও। সেখানেও পূজাকে ঘিরে আরতি নৃত্যসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পূজা উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষা থেকেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জেলা পূজা উদযাপন পরিষদের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এ বছর জেলার সাত উপজেলায় সর্বমোট ১০৫ মন্ডপে দূর্গোৎসবের আয়োজন করা হয়েছে। এরমধ্যে ভোলা সদর উপজেলায় ২৫টি, দৌলতখান ৬টি, বোরহানউদ্দিনে ২০টি, তজুমদ্দিনে ১২টি, লালমোহনে ১৮, মনপুরায় ৯টি এবং চরফ্যাশনে ১৫টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন গৌরাঙ্গ চন্দ্র দে জানান, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে জেলায় ১০৫টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। বিগত বছরের মত এ বছরও আনন্দ উৎসবের মধ্যদিয়ে পূজা অনুষ্ঠিত হবে বলে আমরা মনে করছি।
তিনি আরো বলেন, প্রশাসনের সাথে পূজা উদযাপনের নেতাদের একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও প্রতিটি উপজেলায় একটি করে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। আমরা প্রশাসনের সহযোগীতায় এ বছর সুন্দরভাবে পূজা অনুষ্ঠিত হবে বলে আশা করছি।
ভোলা জেলা পুলিশের বিশেষ শাখার সূত্র জানিয়েছে, দূর্গা পূজায় মন্ডপগুলোতে অধিক ও সাধারন ঝুঁকিপূর্ণ হিসাবে গন্য করে প্রতিটি মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলার ৪৫টি পূজা মন্ডপকে অধিক ঝুঁকিপূর্ণ ঘোষনা করা হয়েছে। এছাড়া ২টি ছাড়া বাকি সবগুলো সাধারর্ণ ঝুঁকিপূর্ণ। প্রতিটি মন্ডপে পুলিশ, র‌্যাব, সাদা ও পোশাকধারী পুলিশে মোতায়েন থাকবে।

বাংলাদেশ সময়: ৭:০৫:৩১   ১৭৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ব্রেকিংনিউজ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন

আর্কাইভ