চিরনিদ্রায় শায়িত মোফাজ্জল হোসেন শাহিন ॥ তিনি ছিলেন একজন নির্লোভ মানুষ ঃ তোফয়েল আহমেদ

প্রথম পাতা » প্রধান সংবাদ » চিরনিদ্রায় শায়িত মোফাজ্জল হোসেন শাহিন ॥ তিনি ছিলেন একজন নির্লোভ মানুষ ঃ তোফয়েল আহমেদ
মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮



---এম মইনুল এহসান ॥স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।
মোফাজ্জল হোসেন শাহিন ছিলেন একজন নির্লোভ মানুষ। ব্যাক্তি জীবনে তিনি ছিলেন অত্যন্ত সৎ মানুষ। আওয়ামী লীগের জন্য ছিলেন নিবেদিত প্রাণ। তিনি ১৯৮০ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত সুনামের সাথে একাধারে বাংলাদেশ আওয়ামী লীগ ভোলা জেলার সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্ব পালন করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সাদামাটা মানুষটিকে
ভোলার মানুষ একজন সৎ ও দক্ষ রাজনীতিবীদ হিসেবে জানেন। তার মৃত্যৃতে ভোলার মানুষ একজন সৎ, দক্ষ ও ত্যাগী রাজনীতিবীদকে হারালো। মোফাজ্জল হোসেন শাহীন ছিলেন বাংলাদেশ আওয়ামীগের প্রবীণ ও ত্যাগী নেতা। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুবই ঘনিষ্ঠ ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে একজন প্রবীন ও ত্যাগী রাজনীতিবীদ হিসেবে জানেন। মহান আল্লাহর কাছে এই দোয়া মোনাজাত করি, আল্লাহ যেন এই সৎ, নির্লোভ মানুষটিকে জান্নাতের নসিব করেন। ভোলা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোফাজ্জেল হোসেন শাহীনের জানাজায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ এ কথা বলেন।
সোমবার (১৫ অক্টোবর) যোহর বাদ ভোলা সরকারী স্কুল মাঠে ভোলা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য প্রবীন রাজনীতিবীদ ও ওবায়দুল হক মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন শাহীনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে মরহুম মোফাজ্জল হোসেন শাহীনকে মরনোত্তর গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজা শেষে পরানগঞ্জে তালুকদার বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ ছাড়াও ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পুলিশ সুপার মো: মোকতার হোসেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, পৌর মেয়র আলহাজ্জ মনিরুজ্জহামান মনির, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকীব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: ইউনুস, সাবেক সিভিল সার্জন ডা: আবদুল মালেক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বস্থরের লোকজন জানাজার নামাযে অংশ নেয়। পরে মরহুমের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
রবিবার (১৪ অক্টোবর) বিকাল ৪.৩০ মিনিটে বার্ধক্যজনিত কারনে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ২ ছেলে রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ২১:৫৯:৩২   ২৬৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ