লিটন দাসকেই আইকন হিসেবে বেছে নিল সিলেট সিক্সার্স

প্রথম পাতা » খেলাধূলা » লিটন দাসকেই আইকন হিসেবে বেছে নিল সিলেট সিক্সার্স
বুধবার, ৩ অক্টোবর ২০১৮



সিলেট সিক্সার্স আইকন ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছে লিটন কুমার দাসকেভোলাবাণী স্পোর্টস।। চলতি বছরের অক্টোবর বা নভেম্বরে মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। তবে সময় পরিবর্তন করে ঘরোয়া ক্রিকেটের জমজমাট এই টুর্নামেন্টটি নিয়ে যাওয়া হয়েছে আগামী বছরের শুরুতে। ২০১৯ সালের ৫ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএলের ষষ্ঠ আসর।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের আসন্ন আসরে সিলেট সিক্সার্স আইকন ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছে লিটন কুমার দাসকে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজেদের অফিশিয়াল পেজে এশিয়া কাপের ফাইনালে সেঞ্চুরি হাঁকানো লিটনকে আইকন হিসেবে বেছে নেওয়ার কথা নিশ্চিত করেছে সিলেট।
বিপিএলের ষষ্ঠ আসরে আইকন ক্রিকেটার হচ্ছেন সাতজন। এরা হলেন - মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাস।

এদের মধ্য থেকে মাশরাফিকে ধরে রেখেছে গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। সাকিবকে ঢাকা ডায়নামাইটস, তামিমকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর মাহমুদউল্লাহকে ধরে রেখেছে খুলনা টাইটান্স। বাকি ছিলেন মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস।

মুশফিক-মুস্তাফিজ দুজনই গত আসরে খেলেছেন রাজশাহী কিংসের হয়ে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া এই টুর্নামেন্টের আসন্ন আসরে রাজশাহী আইকন হিসেবে বেছে নিয়েছে মুস্তাফিজকে। তাই স্বাভাবিকভাবেই ছেড়ে দিতে হয়েছে মুশফিককে।

এ ক্ষেত্রে মুশফিক কিংবা লিটন, এই দুজনের মধ্যে যে কাউকে বেছে নেওয়ার সুযোগ ছিল সিলেট সিক্সার্স ও চিটাগং ভাইকিংসের। আসন্ন বিপিএলে অংশ নেবে কিনা তাই নিয়ে দোটানায় চিটাগং। এই সুযোগে সিলেট বেছে নিয়েছে ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত পারফর্মার লিটনকেই। ষষ্ঠ আসরে চিটাগং অংশ নিলে মুশফিক হবেন তাদের আইকন ক্রিকেটার।

বাংলাদেশ সময়: ১২:২২:৪৮   ২৮৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধূলা’র আরও খবর


ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
ভোলায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত

আর্কাইভ