মুশফিকের বীরত্বে শ্রীলঙ্কাকে ২৬২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধূলা » মুশফিকের বীরত্বে শ্রীলঙ্কাকে ২৬২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮



---ভোলাবাণী স্পোর্টস।।মুশফিকুর রহিমের সেঞ্চুুরি ও মোহাম্মদ মিথুনের ৬৩ রানে ভর করে শ্রীলঙ্কাকে ২৬২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। তবে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের পুরোটাই নাটকীয়তায় ভরপুর ছিল। মাত্র ১ রানে দুই উইকেটের পতন। এরপর তামিমের রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়ে যাওয়া। মিথুন-মুশফিকের ৪ ক্যাচ মিস শ্রীলঙ্কার। প্রতি মুহূর্তেই উত্তেজনা ছড়িয়েছে এই ম্যাচ। শেষ দিকে সেই উত্তেজনাপূর্ণ ম্যাচে হাতে ব্যান্ডেজ নিয়ে মাঠে নামলেন তামিম ইকবাল। যা ক্রিকেট ইতিহাসে খুবই বিরল ও প্রেরণাদায়ক। ম্যাচের ৪৬.৫ ওভারে রানআউট হন মুস্তাফিজুর রহমান। এরপরই ফের ব্যাট হাতে মাঠে আসেন তামিম ইকবাল। বাম হাতের আঙ্গুলে চোট পাওয়ায় শুধু ডান হাতে খেলা শুরু করেন এই ড্যাশিং ওপেনার। শেষ পর্যন্ত ৪ বলে দুই করে অপরাজিত থাকেন তামিম ইকবাল। দলের প্রয়োজনে যে কোনো মুহূর্তে নিজেকে উজাড় করে দেওয়ার মানসিকতা রাখেন তা প্রমাণ করলেন দেশ সেরা এই ওপেনার।

তবে আজকের ম্যাচের এতো নাটকীয়তার নায়ক একজনই। তিনি মুশফিক। কারণ পাজরের ব্যথা নিয়েও লড়াই করে গিয়েছেন রান মেশিন খ্যাত এ ব্যাটসম্যান।এদিন মুশফিকের ব্যাট থেকে এসেছে ১৪৪ রান। খেলেছেন ১৫০ বল যার মধ্যে ৪টি ছক্কা ও ১১টি চারের মার ছিল। এটি মুশফিকের ক্যারিয়ারে এক ইনিংসে সর্বোচ্চ রানও। আর মোহাম্মদ মিথুনের ব্যাট থেকে এসেছে কার্যকরী ৬৩ রান।

শ্রীলঙ্কার হয়ে ৪ উইকেট নিয়েছে লাসিথ মালিঙ্গা। ২ উইকেট নিয়েছেন ধনঞ্জয় ডি সিলভা। আর ১টি করে উইকেট নিয়েছেন লাকমাল, অপনসো, পেরেরা।

এর আগে দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়।

আর ১৪তম এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ের শুরুতেই বড় ধাক্কা খায় মাশরাফি বাহিনী। প্রথম ওভারে লিটন দাস ও সাকিব আল হাসান শূন্যরানে আউট হয়ে সাজঘরে ফিরেন। এরপরই হাতের আঙ্গুলের ইনজুরিতে পড়ে রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তামিম ইকবাল। ফলে মাত্র ৩ রানের মধ্যে ৩ ব্যাটসম্যান ফিরে যাওয়ায় হোঁচট খায় টাইগাররা।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ:
উপুল থারাঙ্গা, ধনঞ্জয়, কুশল পেরেরা, অ্যাঞ্জেল ম্যাথুস, কুশল মেন্ডিস, থিসারা পেরেরা, শানাকা, মালিঙ্গা, সুরঙ্গা লাকমাল, অপনসো, দিলরুয়ান পেরেরা।

বাংলাদেশ সময়: ২২:১০:৩৫   ৩৪৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধূলা’র আরও খবর


ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
ভোলায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত

আর্কাইভ