প্রথমবারের মত সুইজারল্যান্ডে First Secretary আলমগীর কবির

প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রথমবারের মত সুইজারল্যান্ডে First Secretary আলমগীর কবির
মঙ্গলবার, ২৬ জুন ২০১৮



---ইয়াছিনুল ঈমন।।বিশেষ প্রতিনিধি।।ভোলাবাণী।।
সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশের প্রথম সচিব (বানিজ্যিক) হিসেবে নিযুক্ত হয়েছেন ভোলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আলমগীর কবির।বাংলাদেশের এই প্রথম কোন কর্মকর্তা সুইজারল্যান্ডে প্রথম সচিব (First Secretary) হিসেবে নিয়োগ পেয়েছেন এবং তিনি প্রথম সচিব হিসেবে জেনেভাস্থ বাংলাদেশ মিশনে বাংলাদেশের বানিজ্য সংক্রান্ত দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক ও আন্তজাতিক বিষয়াবলীতে দেশের প্রতিনিধিত্ব করবেন। তিনি বাংলাদেশের বানিজ্য সংক্রান্ত বিষয়াবলী বাংলাদেশের পক্ষে জেনেভাস্থ বিশ্ব বানিজ্য সংস্থা হেড অফিসের সাথে সমন্বয় করবেন। অত্যন্ত প্রতিদ্বন্দ্বীতামূলক এ পদে নিয়োগের জন্য সারা দেশের সেরা এডিসি, ইউএনওসহ সিনিয়র সহকারী সচিব মযাদার পদের কর্কতাদের থেকে দরখাস্ত আহবান করা হয়েছিল। আবেদনকারীদের মধ্য থেকে বাছাইকৃত কমকতাদেরকে বানিজ্য মন্ত্রনালয়ের মন্ত্রির সভাপতিত্বে তিনজন সচিবের একটি কমিটি মেধা ও দক্ষতার ভিওিতে সাক্ষাতকার গ্রহণের মাধ্যমে প্রথম সচিব হিসেবে আলমগীর কবির কে বাছাই করেন এবং সুইজারল্যান্ডে ৪ বছরের জন্য নিয়োগ দেন। ২৫ তম বিসিএসের দক্ষ এই কর্মকর্তা আলমগীর কবির ভোলায় যোগদান করেন গত ফেব্রুয়ারী মাসে।ভোলায় যোগদানের পূর্বে দক্ষিন সুনামগঞ্জে ইউএনও হিসেবে বেশ সফলতার সাথে দায়িত্ব পালন করেন।বিশেষ করে সুনামগঞ্জের হাওর অঞ্চলের বন্যা কবলিত এলাকায় দায়িত্ব পালন করে অনেক সুনাম অর্জন করেন। ভোলায় যোগদানের মাএ ৪ মাসের মধ্যে তিনি ভোলার অনেক দূর্গম চরের অসহায় মানুষের কাছে ছুটে গিয়েছেন।যাতায়াত ব্যবস্থার কারনে ভোলায় চরের মানুষেরা অনেক মৌলিক চাহিদা সঠিকভাবে পূরন করতে পারেনা। অল্প সময়ে ভোলায় চরের অসহায় দরিদ্র মানুষের কাছে আশার প্রতীক হয়ে উঠেছেন অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর কবির। তিনি চরবাসীর উন্নয়নের জন্য চরের ভূমির স্থায়ী বন্দোবস্ত, চরে মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থকল্পে নলকূপ নির্মান, অভ্যন্তরীন সড়ক নির্মান, কমিউনিটি ক্লিনিক স্থাপন, বিদ্যালয়ের কার্যক্রমে গতিশীলতা আনয়ন সহ এসব বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা প্রেরণের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করেছেন। কর্মক্ষেত্রের মত ও শিক্ষাজীবনে আলমগীর কবির একজন মেধাবী ছাএ ছিলেন। নীলফামারি জেলার সন্তান আলমগীর কবির মাধ্যমিকে সব গুলো বিষয়ে লেটার মার্ক পেয়ে পাশ করেন। তিনি বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এবিএসসি শেষ করে বাংলাদেশ সিভিল সার্ভিসে প্রবেশ করেন। পরে AusAID Scholarship এ University of Adelaide থেকে পরিবেশ ব্যবস্থাপনায় মাস্টার্ করেছেন। সুইজারল্যান্ডে ফাস্ট কাউন্সিলর হিসেবে আলমগীর কবির নিযুক্ত হওয়ায় ভোলাবাসী যেমন আনন্দিত তেমনি একজন দক্ষ,কর্মঠ ও সৎ মানুষের পদোন্নতি জনিত বদলি ভোলার মানুষ কিছুটা হতাশ।তিনি আরো বেশ কিছু দিন ভোলাতে থাকলে চরবাসীর উন্নয়নের কার্যক্রম বাস্তবায়ন আরো তরান্বিত হত বলে মনে করেন অনেকেই।

বাংলাদেশ সময়: ২২:৫০:৩১   ২৯৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ