ভোলায় পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে স্বরণসভা

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে স্বরণসভা
বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮



---ইয়াছিনুল ঈমন, ভোলা প্রতিনিধি।

পুলিশ মেমোরিয়াল ডে-২০১৮ উপলক্ষে স্বরনসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের উদ্যেগে পুলিশ লাইনস সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার সকালে এ স্বরনসভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ বাহিনীর যে সকল সদস্যরা দ্বায়িত্ব পালন অবস্থায় শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

এসময় বক্তারা বলেন, পাকিস্তানী শাসক গোষ্ঠির বিরুদ্ধে বাংলাদেশের পুলিশই প্রথম প্রতিরোধ গড়ে তোলে।

মহান মুক্তিযুদ্ধসহ জাতীর সকল ক্রান্তিলগ্নে পুলিশ গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখছে। অকৃত্রিম দেশ প্রেমে উদ্বোদ্ধ হয়ে জন কল্যানে কাজ করছে সরকারের এই বাহিনী। বিশেষ করে সামাজিক শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশের কোন বিকল্প নেই। নিজেদের জীবন তুচ্ছ করে রাষ্ট্রীয় শান্তি বজায় রাখছে পুলিশ। তাই জঙ্গি, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশকে সহায়তা করার জন্য সকলের নিকট আহবান জানান বক্তারা।

সভায় পুলিশ সূপার মো. মোকতার হোসেনর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: সেলিম উদ্দিন, জেলা ও দায়রা জজ ফেরদৗস আহমেদ, জেল সূপার নাসির উদ্দিন, সিভিল সার্জন ডা: রথীন্দ্রনাথ মজুমদার, কোষ্টগার্ড প্রতিনিধি লে: সাফায়েত, প্রেসক্লাব সাবেক সভাপতি এম হাবিবুর রহমান, প্রবীণ সাংবাদিক এম এ তাহের, চেম্বার অব কমার্সের পরিচালক শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পুলিশ সূপার শেখ সাব্বির হোসেন।

এর আগে পুলিশ লাইনস মাঠে নিহত পুলিশদের স্বরণে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৬:২৩:৫১   ১৯৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ