মনপুরায় সিএইচসিপিদের চাকুরী জাতীয় করন দাবীতে কর্মবিরতী পালন ॥

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় সিএইচসিপিদের চাকুরী জাতীয় করন দাবীতে কর্মবিরতী পালন ॥
রবিবার, ২১ জানুয়ারী ২০১৮



---মোঃ ছালাহউদ্দিন ।।ভোলাবাণী।। মনপুরা সংবাদদাতা॥

সারাদেশের ন্যায় ভোলা জেলার মনপুরা উপজেলায় একযোগে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের চাকুরী জাতীয় করনের ১০ দফা দাবীতে অবস্থান কর্মবিরতির দ্বিতীয় দিন চলছে সিএইচসিপিরদর অবস্থান কর্মবিরতি। মনপুরা কমিউনিটি ক্লিনিক সিএইচসিপি এ্যাসোসিয়েশন শাখার উদ্যোগে ১০ দফা দাবী আদায়ের লক্ষে এই কর্মসূচী পালন করা হয়েছে।

২১শে জানুয়ারী রবিবার সকাল ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই অবস্থান কর্মবিরতি অনুষ্ঠিত হয়। কর্মসূচী চলাকালীন উপজেলার ৯টি কমিউনিটি ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধ রাখা হয়। সিএইচসিপিদের দাবী হলো সাড়ে চার হাজার মুক্তিযোদ্ধাসহ ১৩ হাজার ৮৩১ জনের চাকুরি জাতীয় করন। জাতীয় বেতন স্কেলে ১১তম গ্রেডে উন্নতি করন। চাকুরির শুরু থেকে বাৎসরিক বকেয়া,ইনক্রিমেন্ট,চিত্তবিনোদনসহ ছুটি। স্থায়ী কল্যান তহবিল গঠন। চাকুরি অবস্থায় মৃত্যুকালীন অনুদান কমপক্ষে ৫ লক্ষ টাকায় উন্নতি করন। প্রতি উপজেলায় সিএ্চসিপিদের মধ্য থেকে ১জন করে কোঅডিনেটর নিয়োগ। কমিউনিটি ক্লিনিকের পরিদর্শনের দায়িত্ব মেডিকেল অফিসারদের দ্বারা করতে হবে। সিসিতে ১জন নৌশপ্রহরি ও ১ জন এমএলএস নিয়োগের দাবী। সিএইচসিপিদের দক্ষতা বৃদ্ধির জন্য ২ বছরের প্রশিক্ষনের ব্যাবস্থা করা। ইউনিফর্মের রং পরিবর্তনের দাবীসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষে অবস্থান কর্মবিরতি চলছে।

এব্যাপারে মনপুরা উপজেলা কমিউনিটি ক্লিনিক এ্যসোসিয়েশন শাখার আহবায়ক আঃ মতিন বলেন, সরকার বিভিন্ন সময়ে আমাদের চাকুরী জাতীয় করনের ঘোষনা করার কথা বললেও আজও আমাদের চাকুরী জাতীয় করন করা হয়নি। শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাচায় প্রান। আমাদের চাকুরি জাতীয় করন অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচী চালিয়ে যাব।

এদিকে কমিউনিটি ক্লিনিকের সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকায় সেবা নিতে আসা স্থানীয় জনসাধারন ফিরে যেতে দেখা গেছে। সাধারন রোগীরা ভোগান্তিতে পড়ছে।

সিএইচসিপিদের অবস্থান কর্ম বিরতি সম্পর্কে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশিদ বলেন, সিএইচসিপি কর্মীরা তাদের দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলনরত রয়েছে। তাদের দাবী যুক্তিক। আশা করি শিঘ্রই সিএচসিপিরা তাদের কাজে ফিরে আসবে।

বাংলাদেশ সময়: ১৫:৫০:২০   ২৬৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ॥ ১ জনের মনোনয়ন বাতিল ॥
এসএসসির ফলাফল জানা যাবে যেভাবে

আর্কাইভ