মনপুরা মেঘনার ভাঙন থেকে রক্ষায় ১৯২ কোটি টাকার কাজ শুরু

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরা মেঘনার ভাঙন থেকে রক্ষায় ১৯২ কোটি টাকার কাজ শুরু
রবিবার, ২১ জানুয়ারী ২০১৮



মনপুরা নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ স্থাপনের কাজ চলছে। মেঘনায় জিও ব্যাগ ফালাচ্ছেন শ্রমিকরা।মোঃ ছালাহউদ্দিন ।।ভোলাবাণী।। মনপুরা সংবাদদাতা॥

মেঘনার ভয়াল ভাঙন থেকে সাগর মোহনার মনপুরাকে রক্ষায় ১৯২ কোটি টাকার সিসি ব্লাক এবং জিও ব্যাগ স্থাপন কাজ শুরু হয়েছে। উপজেলার রামনেওয়াজ ঘাটে ৩ কিলোমিটার জিও ব্যাগ স্থাপন কাজ দ্রুত গতিতে চলছে। দীর্ঘদিনের প্রতিক্ষিত মনপুরা বাসীর প্রানের দাবী নদী ভাঙ্গন রোধ প্রকল্পের কাজ শুরু হওয়ায় ভাঙ্গন কবলিত এলাকার মানুষের মাঝে খুশির আমেজ লক্ষ করা গেছে। সাধারন মানুষ এখন একটু স্বঃতিতে আছেন।

জিও ব্যাগ স্থাপনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। মেঘনায় জিও ব্যাগ পড়ায় আনন্দ উচ্ছ্বাসে দিন কাটাচ্ছেন সাগর পাড়ের বাসিন্দারা। ভিটেবাড়ি সহ বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু রক্ষায় সরকারের এ উদ্যোগে সন্তুষ্ঠ মনপুরার লক্ষাধিক মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন ভাঙ্গন কবলিত এলাকার অসহায় হাজারো মানুষ। আগামী বর্ষার আগেই সিসি ব্লাক স্থাপনের কাজ শেষ করার দাবি জানিয়েছন তারা। প্রতিদিন কাজ দেখার জন্য শত শত মানুষ নদীর পাড়ে ভীড় করেন।

সরজমিনে গিয়ে দেখা যায়,হাজারো শ্রমিক নদী ভাঙ্গন রোধে দিন রাত কাজ করে যাচ্ছেন। ৩ কিলোমিটার ভাঙ্গন কবলিত এলাকায় ৪টি ঠিকাদারি প্রতিষ্ঠন ৫টি প্যাকেজে কাজ করছেন। বানজিং টেক্্রটাইল কোম্পানি ২টি প্যাকেজ,ডন কর্পোরেশন ,ওয়েস্টান ইঞ্জিনিয়ারিং এবং ফারিসা এন্টারপ্রাইজ প্রত্যেকটি কোম্পানী ১ করে প্যাকেজের কাজ করছে। ডিভিশন ২,মনপুরা পানিউন্নয়ন বোর্ড সম্পুর্ন কাজের তদারকি করতে দেখা গেছে।

মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আলাউদ্দিন হাওলাদা জানান, মনপুরার মানুষের একশ’ বছরের আশা পুরণ হতে চলছে ব্লক স্থাপনের মধ্যদিয়ে। এর আগে কোন সরকারই অবহেলিত মনপুরার মানুষকে রক্ষায় এমন উদ্যোগ নেন নি। মনপুরা মানুষের সহায়-সম্পদ রক্ষায় এটি সবচেয়ে বেশি টাকার বরাদ্দ। সঠিক সময় কাজটি শেষ হলে মনপুরার মানুষের আজম্ম দুঃখ লাগব হবে।

ভাঙ্গন কবলিত এলাকার স্থায়ী বাসিন্দা মোঃ মোশারফ হোসেন জানান, দ্রুত কাজ শুরু হওয়ায় আমরা খুব খুশি। আমরা এখন আমাদের বাপ-দাদার ভিটে মাটিতে থাকতে পারব।

মনপুরা ইউনিয়নের ইউপি সদস্য টিটু ভূইঁয়া জানান,নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ স্থাপনের কাজ দ্রুত শুরু হওয়ায় জনগনের মাঝে আনন্দের জোয়ার বইছে। নদীর পাড়ের মানুষ এখন স্বঃস্তিতে আছেন। সাধারন মানুষ এখন স্থায়ীভাবে বসবাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

মনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর বলেন,আমাদের মন্ত্রী মনপুরা বাসীর দির্ঘ দিনের দাবী পুরন করেছেন। ভাঙন থেকে মনপুরাকে রক্ষায় যে কাজ পানি উন্নয়ন বোর্ড শুরু করেছে তা সঠিকভাবে দ্রুত শেষ করতে হবে। তাহলে সরকারের উদ্দেশ্য সফল হবে পাশাপাশি এখনকার মানুষের নিরাপত্ত নিশ্চিত হবে।

মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী বলেন,মনপুরা মানুষের দীর্ঘদিনের প্রানের দাবী ছিল মনপুরাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করা। লক্ষাধিক মানুষের সেই প্রানের দাবী পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব এমপি পুরন করেছেন। মনপুরার মানুষ আজ স্বঃস্তিতে আছেন।

এব্যাপারে পানিউন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোঃ আবুল কালাম বলেন,পানিউন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ প্রতিদিন কাজের তদারকি করছে। প্রাচীণ এ জনপদকে রক্ষায় সিসি ব্লক ও জিও ব্যাগ স্থাপনের জন্য চলতি বছর ১৯২ কোটি টাকা ব্যয়ে ৬ লাখ ৫৪ হাজার ৫০টি সিসিব্লক, ১২ লাখ ২ হাজার ৭৫৯টি জিওব্যাগ স্থাপন করবে রামনেওয়াজের ৩ কিলোমিটার নদীরপাড় জুড়ে। প্রকল্পের পুরো কাজ শেষ হবে ২০১৯ সালের জুন মাসে।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:০৩   ৩৮৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ॥ ১ জনের মনোনয়ন বাতিল ॥
এসএসসির ফলাফল জানা যাবে যেভাবে

আর্কাইভ