ভোলায় শিবপুরে কিশোরী ক্লাবের সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় শিবপুরে কিশোরী ক্লাবের সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮



---আদিল হোসেন তপু।।ভোলাবাণী।।
ভোলার শিবপুরে ইউনিয়ানকে বাল্য বিবাহ মুক্ত করার প্রত্যয় নিয়ে কিশোরী ক্লাব এর সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৯ জানুয়ারী) বিকালে শিবপুরে ইউনিয়ানের ৩ নং ওয়ার্ডের আবু তাহের মিয়া বাড়ীতে এই কিশোরী দলের সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রায় ৪০ জন কিশোরী উপস্থিত ছিলেন।
ইউনিসেফের সহযোগীতায় কোস্ট ট্রাস্ট আইইসিএম প্রকল্পরে আয়োজনে এই কিশোরী ক্লাবের সভা পরির্দশন করেন ইউনিসেফের চাইল্ড প্রটেকশন অফিসার মমিনুনেছা শিখা, ইউনিসেফের এডুকেশন অফিসার রুবাইয়া মনজুর।
এসময় উপস্থিত ছিলেন কোস্ট ট্রস্ট আইসিএম সহকারী প্রকল্প সম্মনয়কারী দেবাশীষ মজুমদার,আইসিএম প্রকল্পের এডভোকেসি এন্ড মিডিয়া অফিসার আদিল হোসেন তপু ,ে গেইম ফেসিলেটর সুমন প্রমুখ।
এসময় কিশোররা নিজেদেরকে বাল্য বিবাহ মুক্ত রাখার পাশাপাশি শিবপুর ইউনিয়ানের সকল কিশোরীদের বাল্য বিবাহর হাত থেকে রক্ষার প্রত্যয় ব্যক্ত করেন। শুধু তাই নয় এই ক্লাবের মাধ্যমে ঝড়ে পড়া শিশুদের স্কুল মুখী করা, ৪৫ দিনের মধ্যে শিশুর জন্মনিবন্ধন নিশ্চিত করার জন্য কাজ করবে বলে তারা জানান।
এসময় কিশোরী সদস্যরা অরো বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। এর ফলে মাতৃ মিত্যু ও শিশু মৃত্যু হার বৃদ্ধি পাচ্ছে। স্কুল থেকে শিশুরা ঝড়ে পরছে। শিশু বিবাহ পরিবার দেশ, সমাজ ও জাতির জন্য অভিশাপ। কোন অবস্থাতেই মেয়েদের ১৮ বছর আগে এবং ছেলেদের ২১ বছর আগে বিয়ে দেয়া যাবে না। আর কেউ যদি বিবাহের ব্যবস্থা করে থাকে তার শিশু বিবাহ আইনে তার শাস্তি পেতে হবে। এর জন্য আমাদের সকল কিশোরীকে ঐক্যবদ্ধ ভাবে বাল্য বিবাহ কে ‘না’বলতে হবে।
বাল্য বিবাহ এর ফলে নারীরা বেশি স্বাস্থ্য ও মৃত্যু ঝুঁকিতে থাকে। অনেক সময় কিশোরীদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়ে দেয় তার অভিভাবকরা। এর ফলে একদিকে যেমন কিশোরীদের পড়াশোনা বন্ধ হয়ে যায় অন্যদিকে সেই মেয়ে অল্প বয়সে মা হতে যেয়ে না ধরনের স্বাস্থ্য ঝুকিঁতে পরে। তাই সবাইকে শিশু বিবাহরে বিরুদ্ধে রুখে দাড়াঁতে হবে।
আদিল হোসেন তপু

বাংলাদেশ সময়: ২২:৫৬:৫৮   ১২২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ