মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮

পুলিশের বাড়াবাড়িতে হাজতে যাওয়া স্বাক্ষী ৩দিন পর মুক্ত॥ ওসি ও এসআইকে তলব

প্রথম পাতা » প্রধান সংবাদ » পুলিশের বাড়াবাড়িতে হাজতে যাওয়া স্বাক্ষী ৩দিন পর মুক্ত॥ ওসি ও এসআইকে তলব
মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮



---চরফ্যাশন অফিস,ভোলা বানী
চরফ্যাশনের শশী ভূষণ থানা পুলিশের বাড়াবাড়িতে হাজতে যাওয়া স্বাক্ষী আবুল কাশেম প্রায় ৩দিন হাজত বাসের পর অবশেষে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন। মঙ্গলবার আদালতে শুনানী শেষে চরফ্যাশন সিনিয়র জডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতের বিচারক শিবলী নোমন খান তাকে মুক্তি দিয়েছেন। আবুল কাশেম চরকলমী ইউনিয়নের দক্ষিণ চর মঙ্গল গ্রামের আলী আহাম্মদ’র ছেলে। চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত সুত্র এখবর নিশ্চিত করেছেন।
মামলার বাদী লোকমান হোসেন জানান, ২০১৫সনে তিনি শশীভূষণ থানায় সিআর ৩২৪/১৫ ধানকাটার অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলা আদালতে চলমান আছে। গত রবিবার সকালে শশীভূষণ থানার এসআই মো.জাকির হোসন ঐ মামলার ৩নং স্বাক্ষী  আবুল কাশেমকে গ্রেফতার করে থানায় নেন। পরে তিনি এবং চরকলমী ইউপি সদস্য নজরুল ইসলাম থানায় গিয়ে আবুল কাশেমকে মামলার স্বাক্ষী বলে জানালেও ওসি এবং এসআই তা শোনেন নি। তারা তাকে রবিবার আসামী হিসেবে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।
আবুল কাশেমের শশুড় কদম আলী জানান, জেল হাজতে পাঠানোর পর তারা বিষয়টি আদালতকে অবগত করলে বিজ্ঞ আদালত মঙ্গলবার ভোলা জেল হাজত থেকে আবুল কাশেমকে চরফ্যাশন আদালতে এনে শুনানী শেষে মুক্তি দিয়েছেন। এজন্য তারা আদালতের প্রতি কৃতজ্ঞ।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতের বেঞ্চ সহকারি  জানান, শশীভূষণ থানার ওসি হানিফ সিকদার এবং এসআইকে তলবের পর বিজ্ঞ আদালত বাদী,সংশ্লিষ্ট ইউপি সদস্য এবং ওসি এবং এসআই’র জবান বন্দি শুনে স্বাক্ষী আবুল কাশেমকে অব্যাহতি দিয়েছেন তবে পুলিশের বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন তা পরে জানাযাবে ।

শশীভূষণ থানার ওসি হানিফ সিকদার জানান, মামলায় আসামী এবং স্বাক্ষীর নামের মিল থাকায় এমনটি হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৪:৩৬   ৩৭২ বার পঠিত  |