ভোলায় আন্তর্জাতিক জলচর -পাখি গণনা শুরু

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় আন্তর্জাতিক জলচর -পাখি গণনা শুরু
সোমবার, ৮ জানুয়ারী ২০১৮



---ইয়াছিনুল ঈমন
বাংলাদেশ বার্ড কাবের ৭ পাখি পর্যবেক্ষকের একটি দল ভোলা থেকে আন্তর্জাতিক জলচর-পাখি গণনার কাজ শুরু করেছে। সোমবার কুয়াশা ঢাকা শীতের সকালে মাছধরার ২টি ট্রলারে করে লটবহর নিয়ে তারা ভোলার খেয়াঘাট থেকে জলপাখি গণনা কাজ শুরু করেন।
ভোলা, লক্ষীপুর, নোয়াখালী ও পটুয়াখালী জেলার উপকূলীয় পাখি-সমৃদ্ধ ২৫-৩০টি চরে ৯ দিনব্যাপী চলবে এ জলচর-পাখি গণনা কাজ। বিশেষ করে বঙ্গোপসাগরের কূলঘেষা ভোলা, মনপুরা, হাতিয়া, চর-বারি, নিঝুম দ্বীপ, দমার-চর, চর-শাহজালাল ও ঢাল-চরসহ বেশকিছু চরের জলবিরল অংশে চলবে এ কার্যক্রম।
১৯৮৭ সাল হতে উৎসাহী পাখিপ্রেমী, পর্যবেক্ষক ও গবেষকদের স্বেচ্ছাশ্রমে বাংলাদেশের পাখি-সমৃদ্ধ জলাভূমিতে এ গণনাকাজ পরিচালিত হয়ে আসছে। বিশ্বব্যাপী বিভিন্ন জলাশয়ের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য জানুয়ারি মাসের ২য় ও ৩য় সপ্তাহে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পৃথিবীর প্রায় সবদেশেই জলচর-পাখি গণনা করা হয়। ওয়েটল্যান্ডস ইন্টারন্যাশনাল নামের একটি আন্তর্জাতিক সংস্থা এ গণনার উপাত্তসমূহ পুস্তক ও পুস্তিকা আকারে প্রকাশ করে থাকে যা পৃথিবীর জলচর-পাখির গুরুত্বপূর্ণ দলিল বলে গন্য করা হয়।
পাখি পর্যবেক্ষকদের মতে, বিশ্বের ‘মহাবিপন্ন’ পাখি চামচঠুঁট-বাটান এবং সংকটাপন্ন পাখি দেশি গাঙচষা, বড় নট ও বড়গুটি ঈগল ছাড়াও অনেক প্রজাতির হাস ও সৈকতপাখি শীতে ভোলার চরগুলিতে এসে বসবাস করে। তাই বিশ্বের বহু বিপন্ন পাখির টিকে থাকার জন্য এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ বার্ড কাবের সদস্য ও পর্বত আরোহী এম.এ মুহিত এর সার্বিক ব্যবস্থাপনায় দলটিতে রয়েছেন- বিশ্বের ৫০টিও বেশি দেশ ভ্রমণের অভিজ্ঞতা সম্পন্ন পর্যবেক্ষক বার্ড কাবের সম্পাদক তারেক অনু, সারোয়ার আলম দিপু, সায়েম চৌধুরীসহ অন্যান্যরা।
ঢাকা থেকে ৭ জানুয়ারি যাত্রাশুরু করা এ দলটি উপকূলের জলচর-পাখি গণনা কাজ শেষে ১৬ জানুয়ারি আবার ঢাকা ফিরবেন।

বাংলাদেশ সময়: ২২:৩৯:৩৫   ৩৫৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ