মনপুরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্ট কালের কর্মবিরতী ও অবস্থান ধর্মঘট

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্ট কালের কর্মবিরতী ও অবস্থান ধর্মঘট
সোমবার, ১ জানুয়ারী ২০১৮



---মোঃ ছালাহউদ্দিন ।।ভোলাবাণী।। মনপুরা সংবাদদাতা॥

সারাদেশের ন্যায় ভোলা জেলার মনপুরা উপজেলায় একযোগে স্বাস্থ্য সহকারীদের ইপিআই বন্ধসহ অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতী ও অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। মনপুরা স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন শাখার উদ্যোগে ৬ দফা দাবী আদায়ের লক্ষে এই কর্মসূচী পালন করা হয়েছে। বেতন স্কেলসহ টেকনিক্যাল মর্যাদা প্রদান, মাঠ/ভ্রমন ভাতা ও ঝুকি ভাতা মূল বেতনের ৩০ শতাংশ প্রদান, প্রতি ৬ হাজার জনগোষ্ঠির জন্য ১ জন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ দেয়া ও ১০ শতাংশ পোষ্য কোটা প্রবর্তন ।

সোমবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্ম বিরতি ও অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়। কর্মসূচী চলাকালীন ইপিআই সহ সকল ধরনের টিকা ও সকল কার্যক্রম বন্ধ রাখা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলোজিস্ট (ইপিআই) অফিসে তালা ঝুলতে দেখা যায়।

এব্যাপারে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন মনপুরা শাখার সভাপতি মোঃ ফারুক হোসেন বলেন, ১৯৯৮ সনের ৬ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক আমাদের দাবীসমূহ বাস্তবায়নের যে ঘোষনা দেয়া হয়েছিলো তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতী অব্যাহত থাকবে।

এদিকে স্বাস্থ্য সহকারীদের সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকায় সেবা নিতে আসা স্থানীয় জনসাধারনের মাঝে বিরূপ পতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই বিভিন্ন টিকা কেন্দ্র বাচ্চাদের টিকা নিতে এসে কর্মীরা না থাকায় ফেরত যেতে হয়েছে। এতে অনেকেই সেবা নিতে না পেরে দুর্ভোগ পোহাচ্ছেন।

উক্ত কর্ম বিরতি সম্পর্কে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশিদ বলেন, স্বাস্থ্য সহকারীরা তাদের দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলনরত রয়েছে। তাদের কর্মবিরতীর কারনে মাঠপর্যায়ে কাজের যে বিঘœ ঘটছে তা আমরা আমাদের কর্মীদের দিয়ে সমন্বয় করার চেষ্টা করছি। আশা করি শিঘ্রই স্বাস্থ্য সহকারীরা তাদের কাজে ফিরে আসবে।

বাংলাদেশ সময়: ১৬:২২:৩০   ১১৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন

আর্কাইভ