২০২০ সালে বাণিজ্য মেলা হবে পূর্বাচলে : বাণিজ্যমন্ত্রী

প্রথম পাতা » প্রধান সংবাদ » ২০২০ সালে বাণিজ্য মেলা হবে পূর্বাচলে : বাণিজ্যমন্ত্রী
রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭



---ভোলাবাণী ডেক্স:: আগামী ২০২০ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচলে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রবিবার রাজধানীর শেরে বাংলা নগরে বাণিজ্য মেলা সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

বর্তমানে রাজধানীর শেরে-বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিমে খোলা জায়গায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। সেখানে আগামীকাল ০১ জানুয়ারি থেকে শুরু হবে এই মেলার ২৩তম আসর।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, নতুন বছর ২০১৮ সাল হচ্ছে নির্বাচনের বছর। এই বছরেই বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান নির্বাচন কমিশন তাদের গ্রহণযোগ্যতা কুমিল্লা ও রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে প্রমাণ করেছে।

নির্দিষ্ট সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়ে থাকে, আগামী জাতীয় নির্বাচনও সেইভাবেই অনুষ্ঠিত হবে। নির্বাচনে কেউ আসুক বা না আসুক তা দেখার বিষয় না।

বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কথা তুলে ধরে তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। বর্তমান সরকারের আমলে দেশে সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:২৩:২৮   ১০৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ