বাংলাবাজারে মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম পাতা » প্রধান সংবাদ » বাংলাবাজারে মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন
সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭



---স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।
সোমবার ছিল বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপির মা ফাতেমা খানমের ১১তম মৃত্যুবার্ষিকী। মা-বাবার প্রতি অনুগত্য ও গভীর শ্রদ্ধার নিদর্শন স্বরুপ তোফায়েল আহমেদের মায়ের মৃত্যুবার্ষিকীর দিনে সোমবার সকালে ভোলার উপশহর বাংলাবাজারের ফাতেমা খানম কমপ্লেকসে বাবা আজাহার আলী ও মা ফাতেমা খানমের নামানুসারে আজাহার-ফাতেমা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রায় ৩ একর জমির ওপরে নির্মিতব্য ২৫০ শয্যা বিশিষ্ট বহুতল ভবন হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেন, ভোলা সদর, বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার মিলনস্থল উপশহর নামে খ্যাত বাংলাবাজের মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মানের মধ্য দিয়ে তিন উপজেলাসহ ভোলা জেলার প্রায় ২১ লাখ মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন। এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে দেশে স্বাস্থ্যসেবাসহ সবক্ষেত্রে উন্নয়ন হয়েছে। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে এ সরকারের আমলেই কমিউনিটি কিনিক স্থাপন করা হয়েছে। অথচ বিএনপি ক্ষমতায় এসে সেই কমিউনিটি কিনিকগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল।
মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে বাণিজ্যমন্ত্রীর গ্রামের বাড়ি কোড়ালিয়ায় দোয়া মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে সাবেক সচিব এম মোকাম্মেল হক, ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-৩ আসনের এমপি আলী আজম মুকুল, ভোলার জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোকতার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মুকুল মোল্লাসহ ঢাকা থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে স্থানীয় গ্রামবাসীদের সাথে নিয়ে দুপুরের খাবার খান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।

বাংলাদেশ সময়: ২১:৪৮:০৬   ৫৬৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ॥ ১ জনের মনোনয়ন বাতিল ॥
এসএসসির ফলাফল জানা যাবে যেভাবে

আর্কাইভ