ভাঙা সুটকেসের মালিক থেকে কোটিপতি হয়েছে খালেদা জিয়া পরানগঞ্জে আ’লীগ অফিস উদ্বোধনকালে তোফায়েল আহমদ

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভাঙা সুটকেসের মালিক থেকে কোটিপতি হয়েছে খালেদা জিয়া পরানগঞ্জে আ’লীগ অফিস উদ্বোধনকালে তোফায়েল আহমদ
রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭



---আদিল হোসেন তপু।।ভোলাবাণী।।
বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভাঙা সুটকেসের মালিক থেকে কোটিপতি হয়েছে খালেদা জিয়া। ক্ষমতার সময় হাওয়া ভবন তৈরি করে লুটপাট করে দেশের অর্থনীতি পঙ্গু করে দিয়েছিল। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আমরা দেশের শিক্ষার হার বৃদ্ধি করেছিলাম, শষ্য উৎপাদন বৃদ্ধি করেছিলাম, অর্থনীতিকে চাঙ্গা করেছিলাম। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর শিক্ষার হার কমে গিয়েছিল, খাদ্য উৎপাদন ঘাটতি দেখা দিয়েছিল। ২০০৬ সালে বিএনপি দেশের ব্যাংক রির্জাভ রেখে গিয়েছিল মাত্র ৪ বিলিয়ন মার্কিন ডলার, আর বর্তমানে বাংলাদেশের ব্যাংক রির্জাভ ৩৩ বিলিয়ন মার্কিন ডলার। দেশ এখন সমৃদ্ধির পথে। জাতির পিতা বঙ্গবন্ধুর ২টি স্বপ্ন ছিল। বাংলাদেশকে স্বাধীন করা এবং বাংলাদেশকে খুদা, দারিদ্র মুক্ত সোনার বাংলায় পরিনত করা। জাতির পিতা তার প্রথম ইচ্ছাটি পুরন করলেও ২য় ইচ্ছাটি পুরন করে যেতে পারেননি। জাতির পিতার রেখে যাওয়া স্বপ্নটি পুরন করছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইতিমধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছি। ইনশাল্লাহ ২০৪১ সালের মধ্যে আমরা বাংলাদেশকে খুদা, দারিদ্র্য মুক্ত সমৃদ্ধশালি উন্নত রাষ্ট্রে পরিনত করবো। রবিবার (২৪ ডিসেম্বর) বিকেলে ভোলার পরানগঞ্জে উত্তর ভোলা আওয়ামী লীগ কার্যালয় ও কাচিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বানিজ্যমন্ত্রী তোফয়েল আহমদ একথা বলেন।
জেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব জহুরুল ইসলাম নকীবের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু। এসময় পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৯:৪৩   ২০১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


মনপুরায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে অবহিতকরন সভা অনুষ্ঠিত
উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল
দক্ষিণ আইচায় ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
ভোলায় বর্জপাতে কৃষকের মৃত্যু
ফিলিস্তিনে গণহত্যা প্রতিবাদে ভোলায় ছাত্রলীগের পতাকা উত্তোলন ও পদযাত্রা কর্মসূচি
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হচ্ছে
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

আর্কাইভ