ভোলা পৌরসভায় স্থাপিত হচ্ছে ৩৬০টি সিসি ক্যামেরা

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলা পৌরসভায় স্থাপিত হচ্ছে ৩৬০টি সিসি ক্যামেরা
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭



---ছোটন সাহা ॥ভোলাবাণী।।
ভোলা পৌরসভার ৩৬০টি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে পৌরসভার নিজস্ব অর্থায়নে আগামী জুন মাসে এসব ক্যামেরা স্থাপন হতে যাচ্ছে। এছাড়াও পৌর এলাকার ১০০০টি স্পিকার বসানো হবে। সন্ত্রাস, ইভটিজিং, মাদক ও অপরাধ দমনসহ নাগরিক সুবিধাবৃদ্ধির লক্ষে এসব ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছেন ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির। সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় ভোলা পৌরসভাকে আধুনিকায়ন করে উন্নয়ন করা হচ্ছে। সর্বোচ্চ নাগরিক সুবিধা বৃদ্ধা ও সন্ত্রাসমুক্ত পৌরসভা গড়ে তোলার লক্ষে সিসি ক্যামরা স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এসব ক্যামেরা মনিটরিং করবে ভোলা পৌরসভা। এছাড়াও জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপার ও মডেল থানায় মনিটরিং স্থাপন হবে।
পৌর মেয়র মোহাম্মমদ মনিরুজ্জামান আরো বলেন, সারাদেশের মধ্য একটি মডেল পৌরসভা নির্মানের লক্ষে দীর্ঘদিন থেকে আমরা কাজ করে যাচ্ছি। শহরের সদর রোড, নতুন বাজার, উকিল পাড়া, কালীবাড়ি রোড, হাসপাতাল সড়ক, অফিসার পাড়াসড় গুরুপ্তপূর্ন ৩৬০ পয়েন্ট এবং সকল স্কুল, কলেজ ও মাদ্রাসা চত্ত্বরে বসবে সিসি ক্যামেরা। ১০০০ হাজার স্পিকার বসানো হবে যার দিয়ে পৌরসভার বিশেষ ঘোষনা এবং পৌরবাসীদের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে।
এদিকে পৌর এলাকায় সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনাটি একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন ভোলা নাগরিক কমিটির সভাপতি প্রবীন সাংবাদিক এমএ তাহের। তিনি বলেন, সিসি ক্যামেরা বসালে শহরে অপরাধ প্রবনতা কমে যাবে এবং মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। এ জন্য তিনি পৌর মেয়রকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ১৯২০ সালে ভোলা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে পৌরসভার আয়তন ৩১ দশমিক ৪৮ বর্গকিলোমিটার। মোট জনসংখ্যা লক্ষাধিক।

বাংলাদেশ সময়: ১৮:৪৯:৪৪   ১২৮৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
গাজায় ইসরায়েলি হামলায় ৩৪৬২২ ফিলিস্তিনি নিহত
মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে একধাপ এগিয়ে মনপুরায় বঙ্গবন্ধুর চিন্তানিবাস পর্যটন কেন্দ্রস্থান সচিবের পরিদর্শন ॥
শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার

আর্কাইভ