শেখ হাসিনার দেশে আইন সবার জন্য সমান———-ভোলায় স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » প্রধান সংবাদ » শেখ হাসিনার দেশে আইন সবার জন্য সমান———-ভোলায় স্বরাষ্ট্রমন্ত্রী
শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭



---আদিল হোসেন তপু, ভোলা বানী ॥
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল দেশের আইন শৃঙ্খলার বিষয়ে মন্তব্য করে বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় আইনশৃঙ্খলা বাহিনী যেমন ঘুরে দাড়িয়েছিলো ঠিক তেমনি সন্ত্রাস-জঙ্গীবাদ দমনে জীবনের মায়া ত্যাগ করে সফলতার সাথে কাজ করছে। এ জন্যই পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরে আসছে। তবে এর মধ্যে দু’একজন পুলিশ সদস্য যে দুষ্টমি করে না তা নয়। শেখ হাসিনার রাজত্বে আইন সবার জন্য সমান। এখানে মন্ত্রী, এমপি, দলের লোক ও নিরাপত্তা বাহিনী এক কথায় কেউ আইন অমান্য করলে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। কেউ আইনের শাষন থেকে বাদ পরে না। শনিবার দুপুরে ভোলার লালমোহন থানার নতুন ভবন উদ্বোধন শেষে এক জনসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথা সময়ে  অনুষ্ঠিত হবে। কোন সরকার এলো গেলো তার বিবেচনা না করে নির্বাচন কমিশন তাদের নিজস্ব গতিতে নির্বাচন পরিচালনা করবেন। এ ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী তাদেরকে সার্বিক সহযোগীতা করবে’।
মন্ত্রী বলেন, দেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রুপান্তিত করা হবে। দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। তাই  উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দেয়ার আহব্বান জানান তিনি।
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন’র সভাপতিত্বে লালমোহন উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাং. সেলিম উদ্দিন, পুলিশ সুপার মো. মোকতার হোসেন, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী রেজা, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন, পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন প্রমূখ। পরে মন্ত্রী তজুমদ্দিনে নতুন আরেকটি থানা ভবনের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২৩:১০:৩৭   ২৭২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ