প্রধানমন্ত্রী ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে গ্রামকে আলোকিত করেছেন-এমপি শাওন।

প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রধানমন্ত্রী ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে গ্রামকে আলোকিত করেছেন-এমপি শাওন।
শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭



---মোঃআমজাদ হোসেন ।।ভোলাবাণী।। লালমোহন প্রতিনিধিঃ

ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার গ্রাম-গঞ্জে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে গ্রামকে আলোকিত করছেন। গ্রামের শিক্ষার্থীরা এখন আর কুপি বা হারিকেন জ্বালিয়ে পড়া-লেখা করতে হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। আর বিএনপি জোট সরকারের সময়ে দেশে লুটপাট হয়েছে। আজ আওয়ামীলীগ ক্ষমতায় থাকার কারণে পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হচ্ছে। আগামীতে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে ভোলা-বরিশাল ব্রীজ নির্মাণ করবে।বৃহস্পতিবার সন্ধ্যায় লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আলী আহমেদ ঠাকুর বাড়ীতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নির্বাচনের সময় বিএনপির অতিথি প্রার্থী মেজর হাফিজ আপনাদের কাছে ভোট চাইতে আসবে। ২২ বছর ক্ষমতায় থেকে এলাকায় কোন উন্নয়ন করতে পারেনি হাফিজ। বিগত ৮ বছর এলাকায়ও আসতে পারছে না, এখন ভোট চাইতে আসবে। আপনাদের হাতে পায়ে ধরবে। এলাকার উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দেয়ার আহ্ববান জানান সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামীলীগ সদস্য ও চরভূতা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ নজরুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন সোহেল, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন, সাধারন সম্পাদক আবু মাতাব্বর, উঠান আওয়ামীলীগের সভাপতিত্ব করেন আলমগীর মেম্বার, সাধারন সম্পাদক কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সদস্য জসিম মাষ্টার, অন্যান্য দের মধ্যে বাচ্ছু ঠাকুর, বাবুল ঠাকুর, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভা নেত্রী মায়ানুর বেগম, সাধারণ সম্পাদক রেখা বেগম, সাংগঠনিক সম্পাদক রিনা বেগম ও অন্যান্য নেতৃবিন্দু এরপূর্বে সকাল ১১টায় লালমোহন পৌরসভার ৪নং ওয়ার্ড হামিদ হাওলাদার বাড়ীতে কাউন্সিলর মনিরুজ্জামান খোকনের নেতৃত্বে একাদশ সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি। এসময় উপস্থিত ছিলেন লালমোহন পৌরসাভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সফিকুল ইসলাম বাদল, সাংগঠনিক সম্পাদক আনম শাহাজামাল দুলাল, আওয়ামীলীগ নেতা মিজান হাওলাদার, লালমোহন উপজেলা যুবলীগের সভাপতি ইমাম হোসেন, সাধারন সম্পাদক আবুল হাসান রিমন, সাংগঠনিক সম্পাদক রায়হান মাছুম ও রফিজল ইসলাম। লালমোহন পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পৌর ছাত্রলীগের আহবায়ক মুর্তুজা সজিব পৌর ৪নং ওয়ার্ডের আহবায়াক হাজী মোঃ সামছুদ্দিন, যুগ্ন আহবায়ক নুরহোরসন, আঃ জলিল, রফিক হাওলাদার, লালমোহন পৌরসভা মহিলা আওয়ামীলীগের সভাপতি রোকেয়া বেগম, সাধারণ সম্পাদক ছালমা জাহান বুলু, সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার সহ ঐ ওয়ার্ডের আওয়ামীলীগে অংঙ্গ সংগঠনের সকল নেতা কর্মী। এছাড়াও আগামী ৯ ডিসেম্বর লালমোহন ও তজুমদ্দিনে নব নির্মিত থানা ভবন উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল’র লালমোহন আগমণ উপলক্ষে লালমোহন পৌরসভা আওয়ামীলীগ, পৌরসভা মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিশেষ বর্ধিত সভা করেন। বিকেলে কালমা ইউনিয়ন (দক্ষিণ) শাখা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বজলুর রহমান মৃধার মায়ের মৃত্যুর সংবাদ শুনে মরহুমার শোকাহত পরিবারকে শান্তনা দিতে তাদের বাড়ীতে যান। রাত ৮টায় লালমোহন পৌরসভার ৮নং ওয়ার্ডে মরহুম ডাঃ দেলোয়ার হোসেনের নামাজে জানাযায় অংশ গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ৯:৩৭:৩৮   ২১২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

আর্কাইভ