ভোলা বাণী : ভোলার বোরহানউদ্দিনে ১ শত হতদরিদ্র শীতার্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বোরহানউদ্দিনে বসবাসরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বেচ্ছ্বাসেবী সংগঠন বন্ধনের উদ্যোগে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল মহব্বত ও স্থানীয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএইচ শিপন অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সাথে শীতার্তদের হাতে ১ শত কম্বল তুলে দেন। ওই সময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাভেল মুনতাসির, শাহিন আবদুল্লাহ, নাজিমউদ্দিন ফরাজী, শামীম মীর, সালাউদ্দিন, ওসমান তারেক, রাজিবুল আলম, হাসান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৯:৫২:০৯ ১২০ বার পঠিত |