ভোলা-ঢাকা নৌ-রুটে রোটেশন প্রথা বাতিলের দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলা-ঢাকা নৌ-রুটে রোটেশন প্রথা বাতিলের দাবিতে মানববন্ধন
শনিবার, ২ ডিসেম্বর ২০১৭



---স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।

ভোলা-ঢাকা নৌ-রুটে যাত্রীদেরকে জিম্মি করে রোটেশনের মাধ্যমে লঞ্চ চলাচলের প্রতিবাদে এবং অবিলম্বে এ রুটে রোটেশন প্রথা বাতিলের দাবিতে সোচ্চার হয়ে ওঠেছে এলাকাবাসী। তারা এ দাবিতে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। ভোলা-ঢাকা নৌ-রুটে রোটেশন প্রথা বাতিলের দাবিতে মামলার পর এবার মানববন্ধন, স্মারকলিপি ও পথসভা কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ভোলা প্রেসকাবের সামনে মানববন্ধনে ভোলা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সরকারি কৌসুলী (পিপি) এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাবু, ভোলা জেলা চেম্বার এন্ড কমার্স এর পরিচালক শফিকুল ইসলাম, জেলা আ’লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মাহমুদুল হক লেলিন, হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম ভোলার সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী, বিটিভি জেলা প্রতিনিধি ও প্রবীন সাংবাদিক আবু তাহের, ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী আজিজুল ইসলাম, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন, যমুনা টিভি জেলা প্রতিনিধি সামস উল আলম মিঠু, ব্যবসায়ী রুহুল আমিন কুট্টি ও আবু সায়েম, এ্যাডভোকেট শোহেব হোসেন মামুন, এ্যাডভোকেট কিরন তালুকদার, মহিলা নেতৃত্ব ও এরব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন, ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাবু গৌরাঙ্গ চন্দ্র দে, ভোলা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভোলা জেলা আহবায়ক আভিনাশ নন্দী প্রমুখ। মানববন্ধনে ভুক্তভোগী সহ ভোলার সামাজিক, পেশাজীবি, আইনজীবি, সাংস্কৃতিককর্মীরা সহ ভোলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করে।
পথসভায় লঞ্চ মালিকদেরকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে বক্তারা বলেন, ২৪ ঘন্টার মধ্যে ভোলা-ঢাকা নৌ-রুটে রোটেশন প্রথা বাতিল করা না হলে হরতাল ও আমরন অনশনসহ আগামীতে আরো কঠোর আন্দোলনের ঘোষনা দেওয়া হবে বলেও সভা থেকে জানানো হয়। ভোলা জেলা লঞ্চ যাত্রী কল্যান সমিতি ও কালের কন্ঠের পাঠক ফোরাম শুভসংঘ এ কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, সাংস্কৃতিক ও মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকরিপিতে জানানো হয়, ভোলা-ঢাকা নৌ-রুটে প্রতিদিন ৪টি করে লঞ্চ চলাচলের সরকারি নিয়ম থাকলেও প্রভাবশালী লঞ্চ মালিকরা দীর্ঘদিন ধরে এ রুটে যাত্রীদেরকে জিম্মি করে রোটেশনের মাধ্যমে লঞ্চ চলাচল করছে। এতে কৃত্তিম সংকট সৃষ্টি করে লঞ্চের কেবিনের সংকট দেখানো হচ্ছে। ফলে সাধারণ যাত্রীরা সময়মত লঞ্চের কেবিন পাচ্ছেনা। অপরদিকে একজনের কেবিন অন্যজনকে দিয়ে দিচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পন্য আনা নেওয়ায় সমস্যার সৃষ্টি হচ্ছে। আমদানী-রপ্তানী ব্যাহত হচ্ছে। প্রভাবশালী লঞ্চ মালিকদের কাছে যেন জিম্মি হয়ে পড়েছে সাধারণ যাত্রীরা।
এদিকে ভোলা-ঢাকা নৌ-রুটে যাত্রীদেরকে জিম্মি করে রোটেশনের মাধ্যমে লঞ্চ চলাচলের প্রতিবাদে এবং অবিলম্বে এ রুটে রোটেশন প্রথা বাতিলের দাবিতে এ রুটে চলাচলকারী সাত যাত্রীবাহী লঞ্চের চার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরা হলেন কর্নফুলী-৯, কর্নফুলী-১০, কর্নফুলী-১১ লঞ্চের মালিক মোঃ সালাউদ্দিন, এমভি বালিয়া লঞ্চের মালিক মোঃ লিটন, এমভি ভোলা ও ক্রিষ্টাল ক্রুজ লঞ্চের মালিক গোলাম নবী আলমগীর এবং গ্লোরী অব শ্রীনগর লঞ্চের মালিক আঃ জলিল। গত ২১ নভেম্বর লঞ্চযাত্রী ও বিশিষ্ট ঠিকাদার ভোলা পৌরসভার মুসলিম পাড়ার বাসিন্দা রুহুল আমিন কুট্টি বাদি হয়ে জাষ্টিজ অব দ্যা পিচ ফৌজদারী কার্যবিধির ২৫ ধারায় ভোলার চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ওই মামলা দায়ের করেন। আদালতের বিচারক চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আখতারুজ্জামান মামলাটি আমলে নিয়ে বিবাদিগনের বিরুদ্ধে আদালতে তলব করে কারন দর্শানোর নোটিশ জারির আদেশ দেন। এবং আগামী ৫ নভেম্বর বিবাদিদেরকে আদালতে স্ব শরীরে হাজির হতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ৮:২১:২৪   ২৫৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ