দেশ এখন তলাবিহীন ঝুড়ি নয়—-খাদ্য মন্ত্রী

প্রথম পাতা » চরফ্যাশন » দেশ এখন তলাবিহীন ঝুড়ি নয়—-খাদ্য মন্ত্রী
শনিবার, ১১ নভেম্বর ২০১৭



---মিজান নয়ন,চরফ্যাশন অফিস,ভোলা বানী৷
খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন,‘এক সময় এই দেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো। এখন দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ,তাই দেশকে আর তলাবিহীন ঝুড়ি বলা যাবে না।’
গতকাল শনিবার চরফ্যাশনে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ডিগিဂ কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজের উদ্বোধন শেষে বিকেল ৪টায় স্থানীয় ব্রজগোপাল টাউন হলে স্থানীয় আওয়ামী যুবলীগ আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন আমরা বিশ্বাস করি সংবিধানের মৌলিক অধিকারের অন্যতম হচ্ছে খাদ্য অধিকার নিশ্চিত করা এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আগে যে পরিমাণ খাদ্য মজুদ ছিল তার চেয়ে ৩ লক্ষ মেট্রিক টন বেশি খাদ্য মজুদ আছে। এটা কৃষকের অবদান। আজকে কৃষকের সারের জন্য বসে থাকতে হয় না। ফসল উৎপাদনে একটা কৃষকও সমস্যায় নেই। সামাজিক নিরাপত্তা বলয় নিশ্চিত করতেও সরকার কাজ করে যাচ্ছে। সাধারণ গরিব কৃষকের যাতে কষ্ট না হয় সে জন্য বীজের ব্যবস্থা করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি মো.সাইদুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্ল¬াহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, বিএনপি-জামায়াত এই অবহেলিত এলাকার মানুষের উপর শুধু অত্যাচার করেছে। এই সরকার ক্ষমতা আসার পর এই অবহেলিত উপজেলার শুধু উন্নয়ন হয়েছে। মানুষ শান্তিতে বসবাস করছে। এই উপজেলার প্রধান সমস্যা নদী ভাঙ্গন রোধ সহ ব্রীজ-কালভার্ট, রাস্তা-ঘাট, মসজিদ-স্কুলের উন্নয়ন করা হয়েছে। তিনিও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফের প্রধানমন্ত্রী বানাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান।
যুবসমাবেশে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল এমরান প্রমুখ বক্তব্য রাখেন ।

এর আগে খাদ্যমন্ত্রী এবং পরিবেশ ও বন উপমন্ত্রী মনপুরা উপজেলায় ১ হাজার মে. টন ধারন ক্ষমতাসম্পন্ন দুটি খাদ্য গুদাম উদ্বোধন করেনএবং জাতীয় শ্রমিক লীগের দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন ।

বাংলাদেশ সময়: ১৮:০৩:২৭   ৩৪২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত

আর্কাইভ