মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭

চরফ্যাশনের জাহানপুর এলাকায় প্রবাসীর স্ত্রীর পরকীয়া নিয়ে তোলপাড়

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনের জাহানপুর এলাকায় প্রবাসীর স্ত্রীর পরকীয়া নিয়ে তোলপাড়
মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭



---বিশেষ প্রতিনিধি ॥ভোলাবাণী।।
চরফ্যাশনের জাহানপুর ইউনিয়নের অলী বেপারীর বাজার সংলগ্ন দুবাই প্রবাসী’র স্ত্রীর পরকীয়া নিয়ে এলাকায় তোলপাড় চলছে। অভিযোগের বিষয়ে সরেজমিনে গেলে এলাকার বিপুল সংখ্যক নারী পুরুষ অভিযোগ করেন স্বামী প্রবাসে থাকার সুযোগে স্ত্রী পার্শ্ববতী জনৈক শাহাবুদ্দিন’র সাথে পরকিয়ায় জড়িয়ে পড়েছে। দিনে রাতে প্রবাসীর বাড়িতে শাহাবুদ্দিন মাঝির অজাচিত যাতায়াত এবং দুজনের বেহায়াপনা চলা ফেরায় গ্রামবাসী প্রতিবাদী হয়ে উঠেছে। তারা বলছেন তাদের অনৈতিক কর্মকান্ড দেখে গ্রামের অন্য নারী পুরুষরা বিপথগামী হতে পারে এমন কর্মকান্ড তারা এলাকায় হতে দিবেনা। এসময় উপস্থিত জোয়ান বৃদ্ধ নারী পুরুষরা প্রবাসীর স্ত্রী এবং তার পরকীয়া প্রেমিক শাহাবুদ্দিন’র অনৈতিক কর্মকান্ড সংবাদ কর্মীদেরকে অবহিত করেন। প্রতিবেশী আছমা ও রাহিমা অভিযোগ করেন, শুক্রবার জুমার নামাজের সময়ে তারা কলার থোড় আনতে বাগানে গেলে সেখানে পার্শ্ববর্তী ধানক্ষেতে শাহাবুদ্দিন এবং প্রবাসীর স্ত্রীকে একে অপরের সাথে কথা বলতে দেখেন এসময় তারা প্রতিবাদ করলে শাহাবুদ্দিন দৌড়ে বেড়ীতে উঠে চলে যান এবং প্রবাসীর স্ত্রী বাড়ি চলে যান। বিষয়টি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানসহ স্থানীয়রা অবগত আছেন। গ্রামের জোনাব আলী, কবির হোসেন, আবুল কালাম,নেসার উদ্দিন মাঝি এবং লোকমান জানান, শাহাবুদ্দিন মাঝি এবং প্রবাসীর স্ত্রীর পরকীয়ার বিষয়টি এলাকার সকলে জানে। গ্রামের লোকজন এঘটনার সত্যতা স্বিকার করেছেন। অলী বেপারীর বাজার থেকে বাচ্ছার জন্য ঔষধ কিনে বাড়ি ফিরা এক নারী নাম প্রকাশ না করার শর্তে বলেন আমার বাড়ি এক হালট পশ্চিমে। প্রবাসীর স্ত্রী এবং শাহাবুদ্দিন’র সম্পর্কের বিষয়টি এখন আর গোপন নাই, এনিয়ে একাধিক বিচার হয়েছে।
প্রবাসীর পরিবারের তরফ থেকে এসব অভিযোগ ষড়যন্ত্র মুলক দাবী করে শাশুড়ী জানান, টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিষয়ে শাহাবুদ্দিন মাঝি পার্শ্ববতী ধান ক্ষেতে আমার পুত্র বধুর সাথে কথা বলতে গিয়েছিল। এটাকে তারা অন্য ভাবে প্রচার করছে।
ইউপি চেয়ারম্যান মো.নসু মিয়া জানান, পারিবারিক বিরোধ নিয়ে মামলা মোকদ্দমার জের ধরে ষড়যন্ত্র মুলক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে এসব অপপ্রচার চালানো হচ্ছে। প্রতিপক্ষ ছাড়া পুরো গ্রামবাসী কেন একই অভিযোগ করছেন এপ্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি।

বাংলাদেশ সময়: ২০:৫১:০০   ৭২৯ বার পঠিত  |