মনপুরায় শ্রমিকলীগের সম্মেলনকে ঘিরে পদ প্রত্যাশীদের নের্তৃত্বে বিশাল শো ডাউন ॥

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় শ্রমিকলীগের সম্মেলনকে ঘিরে পদ প্রত্যাশীদের নের্তৃত্বে বিশাল শো ডাউন ॥
সোমবার, ৬ নভেম্বর ২০১৭



---মোঃ ছালাহউদ্দিন ।।ভোলাবাণী।। মনপুরা সংবাদদাতা॥

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মনপুরা উপজেলা শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন । সম্মেলনকে ঘিরে ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য। দলীয় পদ পেতে প্রতিদিন ৪টি ইউনিয়নে চলছে পদ প্রত্যাশীদের নের্তৃত্বে বিশাল শোডাউন। নিজেদের সাংগঠনিক অবস্থান জানান দিতে দীর্ঘ দিন দল থেকে দুরে থাকা নেতাকর্মীদের কাছে টানতে চেষ্ঠা করছেন পদ প্রত্যাশীরা। মিছিলে মিছিলে পুরো মনপুরা এখন উৎসবের আমেজ লক্ষ করা গেছে। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ৪টি ইউনিয়ন শ্রমিকলীগের ইউনিয়ন কমিটি গঠনের কাজ। প্রথমে মনপুরা ইউনিয়ন শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার রামনেওয়াজ বাজার আ’লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
সম্মেলনকে ঘিরে পদ প্রত্যাশীরা নেতা কর্মীদের দ্বারে দ্বারে ধন্যা দিচ্ছেন। দলের ত্যাগী নেতাকর্মীরা মূল্যায়িত হচ্ছেন। পদ প্রত্যাশীরা পছন্দের নেতাদের ছবিসহ রং-বেরংয়ের প্লেকার্ড,ব্যানার,পেষ্টুন,তোরন নির্মান করতে ব্যাস্ত সময় পার করছেন।

তবে কমিটিকে ঘিরে আলোচনার শীর্ষে রয়েছেন সভাপতি পদে উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আবুল হোসেন আবু মেম্বার। তবে সভাপতি পদে এখনও অন্য কোন প্রার্থীর নাম শোনা যায়নি। সাধারন সম্পাদক পদে আলোচনায় উঠে এসেছেন উপজেলা শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক মোঃ মাদু সর্দার,উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ন আহবায়ক মোঃ শামসুউদ্দিন ও শফিকুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে হাজির হাট ইউনিয়নের ইউপি সদস্য ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোঃ শাহজাহান মেম্বার নাম আলোচনায় উঠে এসেছে। সম্মেলনকে সফল করতে ইতি মধ্যে নেতাকর্মীরা মাঠে কাজ শুরু করেছেন। দিন যত ঘনিয়ে আসছে পদ প্রত্যাশিরা ততই ব্যাস্ত হয়ে পড়েছেন। তারা ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের কাছে গিয়ে নেতাকর্মীদের প্রান চাঞ্চল্য সৃষ্টি করছেন। অপর দিকে সম্মেলনকে সফল করতে ৪টি ইউনিয়ন শ্রমিকলীগের সম্মেলন করে কমিটি গঠন করা হচ্ছে। প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের শ্রমিকলীগের নেতা কর্মীদের নিয়ে সভা সমাবেশ করছেন। প্রতিদিন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিছিলে মিছিলে মুখরিত করছে উপজেলা শহর।

শ্রমিকলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্য মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে থাকবেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব এম.পি। মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে বাড়তি আকর্ষন সৃষ্টি হয়েছে। ¤্রমিকলীগের নেতাকর্মীদের মাঝে প্রানচাঞ্চল্য ফিরে এসেছে।সম্মেলনকে সফল করার জন্য আ’লীগ নের্তৃবৃন্দসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে কাজ করছেন।

পদ প্রত্যাশীরা বলেছেন ,দলের ঐক্য ধরে রাখার জন্য পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম.পি যে ভাবে কমিটি গঠন করবেন সেটি মেনে নিয়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবেন।
দলীয় সূত্রে জানা গেছে,৬ নভেম্বর মনপুরা ইউনিয়ন শ্রমিকলীগ,৭ই নভেম্বর হাজির হাট ইউনিয়ন শ্রমিকলীগ,৮ই নভেম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়ন শ্রমিকলীগ ও ৯ই নভেম্বর দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। উপজেলা শ্রমিকলীগের সম্মেলন ১১ই নভেম্বর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬:৪০:০০   ১৯৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

আর্কাইভ