ভোলায় বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত ॥ দেশে আইনশৃঙ্খলা এখন স্বাভাবিক : বাণিজ্যমন্ত্রী

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত ॥ দেশে আইনশৃঙ্খলা এখন স্বাভাবিক : বাণিজ্যমন্ত্রী
সোমবার, ৩০ অক্টোবর ২০১৭



---শিমূল চৌধূরী/ আদিল হোসেন তপু ॥ভোলাবাণী।।
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শনিবার (২৮ অক্টোবর) সকালে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পুলিশ এ অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। ভোলা সদর আসনের এমপি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ র‌্যালীর নেতৃত্ব দেন। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমূখ উপস্থিত ছিলেন। কমিউনিটি পুলিশিং ব্যবস্থা, বদলে দেবে দুরাবস্থা। কমিউনিটি পুলিশিং আন্দোলন, অপরাধ মুক্ত সমাজ গঠন। পুলিশ জনতা ভাই ভাই, মাদকের কোন ঠাই নাই। যৌতুকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। জঙ্গিবাদ নিপাত যাক-সম্বলিত বিভিন্ন প্লে কার্ড, ফেষ্টুন ও ব্যানার হাতে নিয়ে সব শ্রেণী পেশার মানুষ র‌্যালীতে অংশ নেন। র‌্যালিটি জেলা শিল্পকলা একাডেমীতে এতে শেষ হয়। সেখানে সকাল ১১টায় আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। তিনি তার বক্তৃতায় বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা অপরিসীম। এ ব্যবস্থা সাধারণ মানুষের মধ্যে অনেক সচেতনতার সৃষ্টি হয়েছে। দেশে যেভাবে জঙ্গি তৎপরতা শুরু হয়েছিল সেটা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে সক্ষম হয়েছে। দেশে এখন আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। ভোলায়ও আইনশৃঙ্খলা অতীতের চেয়ে অনেক ভালো। মানুষ শান্তিতে বসবাস করতে পারছে। বাংলাদেশের প্রশানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। শেখ হাসিনা এখন আর বাংলাদেশের নেতা নন, আন্তর্জাতিক বিশ্বেরও একজন খ্যাতিমান নেতা। তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে মানবতার যে সেবা করেছেন আন্তর্জাতিক বিশ্বে প্রসংশিত হয়েছেন। বাংলাদেশের সুনাম বেড়েছে। তবে, মাদক অনেক ছড়িয়ে পড়েছে। মাদক এখন যুবসমাজকে ধ্বংস করছে। পুলিশও অনেক মাদকদ্রব্য উদ্ধার করেছে। মাদক বিক্রেতাদের গ্রেপ্তার করেছে। ভবিষ্যতে মাদক যেন যুবসমাজকে আর ধ্বংস করতে না পারে সেজন্য কমিউনিটি পুলিশিং এর সদস্যদেরকে অরো সক্রিয় ভূমিকা পালনের জন্য আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। পুলিশ সুপার মোঃ মোকতার হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম, আবু তাহের, দুলাল চন্দ্র ঘোষ, সাফিয়া খাতুন, উপাধ্যক্ষ গোলাম জাকারিয়া, আনোয়ার হোসেন প্রমূখ। পরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপির হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন। এ ছাড়া কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অপরিসীম অবদান রাখায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাফিয়া খাতুন ও বোরহানউদ্দিন থানার এসআই রাসেলকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি স্বাস্থ্য সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে শনিবার দুপুরে দৌলতখান উপজেলার খায়েরহাট এলাকায় নির্মিত ৩০ শয্যা বিশিষ্ট একটি আধুনিক হাসপাতালের শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষে এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে চিকিৎসা ব্যবস্থাসহ দেশে ব্যাপক উন্নয়ন উন্নয়ন কাজ করেছেন। তাই এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগন আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে।

বাংলাদেশ সময়: ৮:১৪:৪১   ১৪৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ