‘মুস্তাফিজ দ্রুত দৃশ্যপটে এসেছে

প্রথম পাতা » খেলাধূলা » ‘মুস্তাফিজ দ্রুত দৃশ্যপটে এসেছে
বুধবার, ২৫ অক্টোবর ২০১৭



---।।ভোলাবাণী স্পোর্টস।। আন্তর্জাতিক ক্রিকেটে রাজসিক একটা আগমন ঘটেছিল মুস্তাফিজুর রহমানের। টি-টোয়েন্টিতে মুস্তাফিজের অভিষেকটা হয়েছিল পাকিস্তানের বিপক্ষেই। আর সেই ম্যাচেই ২০ রানে দুই উইকেট নিয়েছিলেন তিনি। ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও হেরেছিল পাকিস্তান।

তবে মুস্তাফিজের সেই ছন্দ আর এখন দেখা যাচ্ছে না। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের অন্য বোলারদের মতো মুস্তাফিজও টেস্টে মেলে ধরতে পারেননি নিজেকে। চোটে পড়ে ওয়ানডেতে খেলতেই পারেননি ২২ বছর বয়সী এই পেসার।

পাকিস্তানের সাবেক লিজেন্ড পেসার ওয়াকার ইউনিস মনে করেন শিগগিরই স্বরূপে ফিরবেন মুস্তাফিজ। তিনি বলেন, ‘মুস্তাফিজ দ্রুত দৃশ্যপটে এসেছে। তার মধ্যে বিশেষ কিছু আছে। তবে নিজের উন্নতি করতে হবে। তা না হলে অন্যরা আপনাকে ধরে ফেলবে। এখনকার ক্রিকেটাররা অনেক স্মার্ট। নিজের যদি উন্নতি না হয়, যদি কঠোর পরিশ্রম না করেন, আপনাকে ভুগতে হবে। মুস্তাফিজ বিরাট প্রতিভা, সন্দেহ নেই। সে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো খেলেছে, আইপিএলে ভালো করেছে। আমি নিশ্চিত, আবারও সেই একই মুস্তাফিজকে দেখা যাবে।’

ওয়াকার এবার এসেছেন বিপিএলের দল সিলেট সিক্সার্সের পেসার অন্বেষণ কর্মসূচিতে। কদিন আগে সিলেট ফ্র্যাঞ্চাইজি চালু করেছে এই কর্মসূচি। চূড়ান্ত পর্বে সুযোগ পাওয়া বোলারদের মধ্য থেকে সেরাদের নির্বাচন করবেন ওয়াকার। একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য কাজ করতে এলেও পাকিস্তানের সাবেক কোচ কথা বললেন বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের পেসারদের ব্যর্থতার কারণও বিশ্লেষণ করেছেন ওয়াকার। তিনি বলেন, ‘আপনি যদি আগ থেকেই অভ্যস্ত না হন, দক্ষিণ আফ্রিকা কন্ডিশন ফাস্ট বোলারদের জন্য সহজ হবে না। দুই টেস্ট খেলেই ওই কন্ডিশনে ভালো করা যায় না। সেখানে মানিয়ে নিতে ওই কন্ডিশনে দীর্ঘদিন খেলতে হবে।’

বাংলাদেশ সময়: ১২:৩৫:৩৩   ১৪৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধূলা’র আরও খবর


আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
ভোলায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত
মেসির সঙ্গে খেলতে চান নেইমার

আর্কাইভ