ভোলায় নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান ॥ শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার দাবী

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান ॥ শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার দাবী
বুধবার, ২৫ অক্টোবর ২০১৭



---আদিল হোসেন তপু ॥ভোলাবাণী।।
প্রকৃতিক গ্যাস সমৃদ্ধ দ্বীপ জেলা ভোলায় নতুন করে বিপুল পরিমান গ্যাসের সন্ধান পাওয়ায় নতুন করে সম্ভাববনার দার খুলেছে। গ্যাসের উপর নির্ভর করে জেলায় শিল্প প্রতিষ্ঠানসহ বহুজাতিক প্রতিষ্ঠান গড়ে উঠবে বলে আশাবাদি এ অঞ্চলের মানুষ। এতে একদিকে যেমন ভোলার উন্নয়ন হবে অন্যদিকে বেকারত্ব দুরসহ গ্যাসের ব্যবহার নিশ্চত হবে। আর তাই গ্যাসের সঠিক ব্যবহারের মাধ্যমে শিল্প ইন্ড্রাষ্ট্রিজ গড়ে তোলার দাবী তাদের। দ্বীপজেলা ভোলা ইকোনমিক জোন হিসাবে গড়ে উঠবে দায়িত্বশীল মহল থেকে ঘোষনা এসেছে। ভোলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্রে বিপুল পরিমান গ্যাসের আবিস্কারের পর দীর্ঘ অনুসন্ধানে এবার নতুন করে শাহবাজপুর ইষ্ট প্রকল্পের ১ নং কুপে ৭২০ বিলিয়ন গ্যাসের সন্ধান মিলেছে। বাপেক্স গ্যাসের বিষয়টি নিশ্চিত করে তথ্য প্রকাশ করেছেন।
গ্যাসে সন্ধান পাওয়ার পর পরই প্রাকৃতিক গ্যাসে ভরপুর দ্বীপজেলা ভোলায় যেন সম্ভাবনার নতুন দ্বার খুললো। ভোলাবাসী মনে করছেন, শাহবাজপুর গ্যাসকে কাজে লাগালেই একটি উন্নত অর্থনৈতিক শিল্পাঞ্চলে পরিনত হবে ভোলা। এতে শুধু বেকারত্ব দুর নয়, গড়ে উঠবে দেশী-বিদেশী প্রতিষ্ঠান।
চলতি বছরের আগষ্ট মাসের প্রথম সপ্তাহে এ গ্যাস কুপের উদ্বোধন করেছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি জেলায় গ্যাস ভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার ঘোষনা দেন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সমৃদ্ধশালী জেলায় রুপান্তি হবে ভোলা এমনটি মনে করছেন সুশিল সমাজের মানুষ।
বাল্য বিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক এম শাহরিয়ার জিলন বলেন, ভোলার বোরহানউদ্দিনে ৭২০ বিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া ভোলা এবং বাংলাদেশের জন্য একটি খুশির খবর। এখন ভোলায় পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ রয়েছে। ইতিমধ্যে ভোলাকে শিল্পাঞ্চল ঘোষনা করা হয়েছে। আর এই গ্যাস বিদ্যুৎকে কাজে লাগিয়ে এখানে গড়ে উঠড়ে পারে শিল্পকারখানা। শিল্প উদ্দ্যোক্তারা যদি এগিয়ে এসে এখানে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেন তাহলে ভোলা তথা দক্ষিণাঞ্চলের মানুষের বিশাল একটি কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আর এর পাশাপাশি বদলে যেতে পারে দেশের অর্থনৈতিক চাকা। এর ফলে দেশ অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধশীল হবে।
ভোলা নাগরিক অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক শিমূল চৌধুরী বলেন, আমরা বোরহানউদ্দিনবাসী খুবই সোভাগ্যবান। বোরহানউদ্দিন উপজেলার টগবী ও কাচিয়া ইউনিয়নে পর্যাপ্ত গ্যাস পাওয়া গেছে। এই গ্যাস দিয়ে ইতিমধ্যে এখানে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এই গ্যাসের পুরোপুরি সুফল পায়নি বোরহানউদ্দিনবাসী। এখান পর্যন্ত আবাসিকভাবে বোরহানউদ্দিনের বাসাবাড়ীতে গ্যাস পৌঁছেনি। এই গ্যাসের সুফল বোরহানউদ্দিনবাসীর মাঝে পৌছে দেওয়া হোক বানিজ্যমন্ত্রীর কাছে আমি এই দাবী জানাচ্ছি।
বিশিষ্ট কলামিস্ট মহিউদ্দিন মাসউদ জনি বলেন, এক সময় ভোলা ছিলো পান সুপারীর দেশ। এখন আর পান সুপারীতেই সিমাবদ্ধ নয়। এখন ভোলাতে রয়েছে বিপুল পরিমান প্রাকৃতিক গ্যাস। এই গ্যাসকে কাজে লাগিয়ে ইতিমধ্যে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। যা ভোলার চাহিদা মিটিয়ে জেলার বাইরেও দেওয়া হচ্ছে। ভোলায় এখন পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ আছে তাই এই গ্যাস বিদ্যুৎকে কাজে লাগিয়ে এখানে শিল্পকারখানা গড়ে তোলা এখন সময়ের বাদী।
বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান মহাব্বত জান চৌধুরী বলেন, ভোলায় এখন গ্যাস আছে, বিদ্যুৎ আছে। যদি শিল্প উদ্দ্যোক্তারা এগিয়ে এসে এই গ্যাস বিদ্যুৎকে কাজে লাগিয়ে এখানে শিল্পকারখানা গড়ে তুলেন তাহলে ভোলা হবে সিঙ্গাপুর। তিনি বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুলকে এই গ্যাস পাওয়া ধন্যবাদ জানান। তিনি শিল্প উদ্দ্যোক্তাদের এই জেলায় এনে এখানে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার জন্য বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর প্রতি অনুরোধ জানান।
বোরহানউদ্দিন পৌর মেয়র রফিকুল ইসলাম বলেন, এই গ্যাস পাওয়া সত্যিই একটি সুখবর। এই গ্যাস ও বিদ্যুৎকে কাজে লাগিয়ে এখানে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার জন্য উদ্দ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ভোলার ৭ উপজেলার বাসাবাড়ীতে গ্যাস পৌছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর বরাবর দাবী জানান তিনি।
জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন বলেন, বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের শাহবাজপুর ইস্ট-১ গ্যাসকূপে নতুন করে আরো প্রায় ৭২০ বিলিয়ন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। সোমবার সচিবালয়ে মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান। এই গ্যাস দিয়ে এই অঞ্চলে শিল্পকারখানা গড়ে উঠবে এবং নতুন করে আরো কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। আশে পাশের জেলায়ও এই গ্যাস ব্যবহার করে শিল্প কারখানা গড়ে তোলা হবে। পদ্মা সেতু ও পায়রা বন্ধ হয়ে ও ভোলা-বরিশাল ব্রীজ নির্মান করা হলে ভোলা হবে বাংলাদেশের সমৃদ্ধশালী ও অর্থনীতে স্বয়ংসম্পূর্ণ জেলা।
উল্লেখ্য, ভোলার বোরহানউদ্দিনের শাহবাজপুর পুরে ১৯৯১ সালে গ্যাসের সন্ধ্যান মেলে। ১৯৯৫ সালে গ্যাস উত্তোলন কাজের উদ্বোধন করা হয়েছিল। পাওয়া যায় দুটি কূপে ১ ট্রিলিয়ন গ্যাস। প্রথমে এ গ্যাস দিয়ে ৩৪.৫ মেগাওয়াট রেন্টাল পাওয়ার প্লাণ্ট বিদ্যুৎ কেন্দ্র চালু করা হয়। ২০১৫ সালে জেলা শহরে ২০ কিলোমিটার সরবরাহ পাইপের মাধ্যমে এক হাজার পরিবারে আবাসিক গ্যাস সংযোগ দেওয়া হয়। এ গ্যাস দিয়ে বোরহানউদ্দিনে ২২৫ মেগাওয়াট একটি বিদ্যুৎ প্লান্ট চলছে। আরও ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্ট কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

বাংলাদেশ সময়: ৮:৪৬:১৭   ১১৭৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?

আর্কাইভ